পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 6 কোটি টাকার সাপের বিষ

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার BSF-এর হাতে এসেছিল জার ভরতি সাপের বিষ । তবে কি সাপের বিষ পাচারকারীদের ঘাঁটি হয়ে উঠেছে বালুরঘাট ? উঠছে প্রশ্ন ।

Snake venom
উদ্ধার হওয়া সাপের বিষ

By

Published : Jun 4, 2020, 10:40 PM IST

বালুরঘাট, 4 জুন : বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার সাপের বিষ । প্রাথমিকভাবে BSF-এর অনুমান, ওই সাপের বিষ বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল ।গতরাতে বালুরঘাট থানার দিঘীপাড়া BOP-র 199 ব্যাটেলিয়ানের BSF জওয়ানরা গোপন সূত্রে ঠাকুরপুরা এলাকার একটি বাড়িতে হানা দেয় । সেখানেই একটি সাপের বিষ ভরতি বুলেটপ্রুফ জার উদ্ধার করে BSF । উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য 6 কোটি টাকা । যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি BSF । বাংলাদেশ সীমান্ত দিয়েই ওই সাপের বিষগুলি নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান BSF-এর । গোটা ঘটনা খতিয়ে দেখছে BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা ।

BSF সূত্রে জানা গেছে, গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপুরার জামরাইল এলাকায় ওরজ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি বুলেটপ্রুফ জার উদ্ধার করে BSF । জারের গায়ে লেখা ছিল মেড ইন ফ্রান্স । জারের মধ্যে ছিল সাপের বিষ । যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 6 কোটি টাকা ।

তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি BSF । সুযোগ বুঝে পালিয়ে যায় বাড়ির মালিক ওরজ মণ্ডল-সহ পরিবারের অন্যরা । জার ভরতি ওই সাপের বিষ বাংলাদেশ হয়ে এপারে এসেছিল বলেই প্রাথমিকভাবে অনুমান BSF-এর । এর আগেও বেশ কয়েকবার জার ভরতি সাপের বিষ উদ্ধারের ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় ।

শেষবার 2017 সালের 12 আগস্ট পতিরাম কদমতলি এলাকা থেকে 3 টি জার ভরতি সাপের বিষ উদ্ধার করেছিল BSF। পাচারকারীরা দক্ষিণ দিনাজপুরকে সীমান্ত এলাকাকে ব্যবহার করছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।

এবিষয়ে BSF-এর 199 ব্যাটলিয়নের কম্যান্ডান্ট বলবন্ত সিং নেগী জানান, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা ঠাকুরপুরার জামরাইল এলাকায় একটি বাড়িতে হানা দেন । সেই বাড়ি থেকে একটি সাপের বিষের জার উদ্ধার করেন । সাপের বিষের জারটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details