বংশীহারী, 16 এপ্রিল : বুনিয়াদপুরে আজ জনসভা ছিল মমতার। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায় পুলিশি নিরাপত্তাও ছিল যথেষ্ট। কিন্তু সেই বলয় ভেদ করে আজ মমতার কাছে যাওয়ার চেষ্টা করল এক যুবক। নজরে আসতেই তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। মঞ্চ থেকে মমতা বলেন, "ওকে গ্রেপ্তার করবেন না। ও ভুল করে ফেলেছে। সভায় অশান্তি করতে BJP এরকম দু'চারটে লোককে পাঠায়।"
মঞ্চে যাওয়ার চেষ্টা যুবকের, "BJP-এরকম লোক পাঠায়", বললেন মমতা - bjp
বুনিয়াদপুরে মমতার জনসভায় ঢোকার চেষ্টা যুবকের। নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
সভা চলাকালীন কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্ৰাম পঞ্চায়েতের চৌকিয়া পুকুর এলাকার বাসিন্দা ফিরোজ ইয়াজদানি (30) নিজের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে একটি চিঠি দেওয়ার চেষ্টা করেছিলেন মমতাকে। কোনওভাবেই জমির সমস্যা না মেটায় ফিরোজ ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে গেলে হয়ত সেই সমস্যার দ্রুত সুরাহা মিলবে।
এবিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ও কী অসুস্থ। কিন্তু এখন কী জন্য আসবে। মিটিং চলাকালীন এসব হয় না কি।" তারপরই তিনি যুবককে বসার আবেদন করেন। বলেন, "BJP-র পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো করে। আমি চিঠিপত্রগ্রহণ করি মাঝে মধ্যে। কিন্তু আমি পুলিশকে বলব এই যুবককে যেন গ্রেপ্তার না করে। কেউ যদি ভুল করে, আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ভুল না করি।"