পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ - স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ

গঙ্গারামপুরে একটি স্কুল থেকে এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল । তাঁর নাম মল্লিকা কুণ্ডু মজুমদার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই শিক্ষিকা ।

স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ

By

Published : Nov 11, 2019, 11:30 PM IST

গঙ্গারামপুর, 11 নভেম্বর : স্কুলের অফিসঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক স্কুল শিক্ষিকার দেহ ৷ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এস এস কে স্কুলের ঘটনা ৷ মৃত শিক্ষিকার নাম মল্লিকা কুণ্ডু মজুমদার (55) ৷ বাড়ি গঙ্গারামপুর থানার দত্তপুর এলাকায় ৷ পুলিশের সন্দেহ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

জানা গেছে, মল্লিকা প্রতিদিন স্কুলে আসতেন, কিন্তু কারও সঙ্গে ঠিক মতো কথা বলতেন না । প্রায় 20 বছর ধরে ওই স্কুলে চাকরি করতেন তিনি । তাঁর স্বামীর নাম তপন মজুমদার ৷ গঙ্গারামপুর পৌরসভার দত্তপুর এলাকায় স্বামী ও ছেলের সঙ্গে থাকতেন তিনি ৷ ঘটনার দিন বিকাল সাড়ে 4 টে নাগাদ স্কুল থেকে সবাই বেরিয়ে গেলেও মল্লিকা যাননি । 5টা নাগাদ স্থানীয় কয়েকজন স্কুলের অফিসঘরে মল্লিকার দেহ ঝুলতে দেখেন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details