পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলকার-স্কুলবাসের নথি খতিয়ে দেখা শুরু, মিলল ত্রুটি

রবিবার বালুরঘাটের হাইস্কুল মাঠে বেসরকারি স্কুলের পুলকার ও স্কুলবাস নিয়ে আসেন চালকরা । জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে টেকনিক্যাল পরীক্ষা শুরু করতেই জোগান পরিবহন কর্মীদের দেখতে পান বেশিরভাগ গাড়ির ব্রেক খারাপ এবং একাধিক যান্ত্রিক ত্রুটি ।

image
পুলকার ও স্কুলবাসের নথি খতিয়ে দেখা শুরু

By

Published : Mar 15, 2020, 9:53 PM IST

Updated : Mar 15, 2020, 11:16 PM IST

বালুরঘাট, 15 মার্চ : পূর্ব নির্দেশ অনুযায়ী বালুরঘাটের পুলকার ও স্কুল বাসের সুরক্ষা ও নথি খতিয়ে দেখার কাজ শুরু করল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর । রবিবার বালুরঘাটের হাইস্কুল মাঠে বেসরকারি স্কুলের পুলকার ও স্কুলবাস নিয়ে আসেন চালকরা । জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে পরীক্ষা শুরু করতেই বেশিরভাগ গাড়ির ব্রেক খারাপ এবং একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷

জেলাজুড়ে প্রায় 150-টির বেশি পুলকার গাড়ি রয়েছে । আজ প্রায় 80টি মতো গাড়ি আসে । কয়েকটি গাড়ি পাঁচ বছরের পুরানো হওয়ায় সেগুলি ফেরত পাঠানো হয়েছে । গত ফেব্রুয়ারি মাসে হুগলির পোলবায় দুর্ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয় । সেই ঘটনার পর নড়েচড়ে বসে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । পুলকার চালকদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার । এরপর তাদের কাগজপত্র ঠিক করে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল । রবিবার পরিবহন প্তরের উদ্যোগে জেলার সমস্ত পুলকারগুলিকে খতিয়ে দেখতে বালুরঘাট হাইস্কুল মাঠে জমায়েত হতে বলা হয়। সেই মতো আজ বালুরঘাটে প্রায় 80টি পুলকার গাড়ি জমা হয় । সেই গাড়িগুলি খতিয়ে দেখতে গিয়ে পরিবহন কর্মীরা বেশ কিছু ত্রুটি দেখতে পায় । দেখা যায় , কিছু গাড়ির ব্রেক খারাপ রয়েছে, ব্যাক লাইট খারাপ, এমারজেন্সি গেট খারাপ, টায়ার খারাপ-সহ একাধিক ত্রুটি । আবার দেখা গেল, একটি গাড়ি 1996 সালের । সেই গাড়ি এখনও পুলকার হিসেবে ব্যবহার হচ্ছে ।

এই বিষয়ে পরিবহন দপ্তরের আধিকারিক মৃণ্ময় কুণ্ডু বলেন , ''আজকে যে সমস্ত গাড়িগুলি এসেছিল তাদের বেশিরভাগেরই কাগজপত্র ফেল হয়ে গেছে । অনেক গাড়ি চালিয়ে দেখেছি । তাদের মধ্যে কিছু গাড়ির ব্রেক খারাপ, ব্রেকের আলো জ্বলে না, এমারজেন্সি গেট খারাপ, টায়ার খারাপ সহ একাধিক যান্ত্রিক ত্রুটি রয়েছে । সেগুলি ঠিক করে নেওয়ার জন্য বলা হয়েছে । কিছু পুরানো গাড়ি এসেছিল, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে । অন্যদিকে এই বিষয়ে সাফানগরের একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ মনোজ বসাক বলেন, প্রথমত আমাদের গাড়ির কোন যান্ত্রিক ত্রুটি নেই। এখানে আজ একটু বাড়াবাড়ি হচ্ছে । আমাদের পুলকারের কর খুব বেশি । আমরা বাচ্চাদের চালিয়ে সমস্ত বকেয়া মিটিয়ে গাড়ির ঠিক মতো দেখভাল করতে সমস্যা হয় । সরকারের কাছে অনুরোধ আমাদের গাড়ির কর কমালে ভালো হয়।''

Last Updated : Mar 15, 2020, 11:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details