বালুরঘাট, 11 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল । বালুরঘাট হাসপাতালে রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করল জেলা স্বাস্থ্য বিভাগ । এখন থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের জন্য দু’টি শয্যা সংরক্ষিত করা থাকবে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের নিচের তলায় মেডিসিন ব্লকে রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষিত থাকবে । আগামীদিনে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করার চিন্তাভাবনা করা হচ্ছে ।
দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকে 400-র বেশি রূপান্তরকামী রয়েছে । সমাজে চলার পথে তারা বিভিন্ন সময় নানা ধরনের সমস্যায় পড়ে । এদিকে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে সাধারণ মানুষের সঙ্গে থাকতে গিয়েও সমস্যা হয় । তাদের কে কোন ওয়ার্ডে ভর্তি হবে তা নিয়েও সমস্যা দেখা দেয় । যার ফলে রূপান্তরকামীরা হাসপাতালে আলাদা শয্যার দাবি জানিয়েছিল । গত সপ্তাহে একটি অনুষ্ঠানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কুসুমিকা দে মিত্রের কাছে রূপান্তরকামীরা শয্যার বিষয়টি জানান । এরপর কুসুমিকাদেবী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পুরো বিষয়টি জানান । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা করা হয় । বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের চিকিৎসার জন্য দু’টি শয্যা সংরক্ষিত রাখা হচ্ছে । শয্যার পাশাপাশি পৃথক শৌচালয় ও আইনি পরিষেবার দাবি জানিয়েছেন রূপান্তরকামীরা । স্বাস্থ্য দপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ রূপান্তরকামীদের অন্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ।