পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন পরিস্থিতিতে বালুরঘাটে দরিদ্র মানুষের পাশে সব দল - লকডাউন

করোনা সংক্রমণে রাশ টানতেে রাজ্যে 15 দিনের কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিন-আনা দিন-খাওয়া মানুষগুলো । লকডাউনে কাজ বন্ধ থাকায় উপার্জন হারিয়েছেন অনেকে । সেই দরিদ্র মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল রাজনৈতিক দলগুলি ।

Political parties of Balurghat help the poor people in the lockdown situation in south dinajpur
লকডাউন পরিস্থিতিতে বালুরঘাটে দরিদ্র মানুষের পাশে রাজনৈতিক দলগুলি

By

Published : May 24, 2021, 7:56 PM IST

বালুরঘাট, 24 মে : করোনা পরিস্থিতিতে বালুরঘাটের দরিদ্র মানুষকে সাহায্য করতে এগিয়ে এল বাম, বিজেপি ও তৃণমূল । মানুষের পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক দলগুলিকে শহরের বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করতে দেখা গেল ৷ বামেদের তরফে বালুরঘাট শহরের স্টেট বাসস্ট্যান্ড এলাকায় খোলা হয়েছে শ্রমজীবী ক্যান্টিন । সোমবার বালুরঘাট জলযোগ মোড়ে দরিদ্রদের জন্য খাবারে ব্যবস্থা করে বিজেপিও । পাশাপাশি বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মীদের ৷

করোনা সংক্রমণে রাশ টানতেে রাজ্যে 15 দিনের কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিন-আনা দিন-খাওয়া মানুষগুলো । লকডাউনে কাজ বন্ধ থাকায় উপার্জন হারিয়েছেন অনেকে । সেই দরিদ্র মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল রাজনৈতিক দলগুলি ।

রাজ্যজুড়ে বাম দলগুলোর পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে দিনমজুরি করে খাওয়া মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিনের আয়োজন করা হয়েছে । যাতে দরিদ্র মানুষগুলি এই লকডাউনের সময় অন্তত একবেলা পেট ভরে খাবার পান ৷ বালুরঘাট শহরের স্টেট বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক কৃষক ভবনে সিপিআইএমের পক্ষ থেকে চালু করা হয়েছে শ্রমজীবী ক্যান্টিন । দরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন সাধারণ মানুষও ।

আরও পড়ুন : করোনা মহামারিতে অভুক্তদের খাবার জোগানে বাঁকুড়ায় অন্নপূর্ণা আহার

অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে এদিন অসহায় মানুষজনকে খাবার খাওয়ানো হল । এদিন বালুরঘাট জলযোগ মোড়ে দরিদ্রদের খাবার দেওয়া হয় ৷ লকডাউন চলাকালীন প্রতিদিনই বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।

পাশাপাশি বালুরঘাট পৌরসভার প্রয়াত চেয়ারপার্সন চয়নিকা লাহার স্মৃতির উদ্দেশ্যে তৃণমূলের পক্ষ থেকে 22 নম্বর ওয়ার্ডে সপ্তাহে দু’দিন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে গরিবদের মধ্য । তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি শ্যামল চন্দ্র লাহা ও 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তীর নেতৃত্বে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details