গঙ্গারামপুর, 28সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে বেড়েছে পুনর্ভবা নদীর জল ৷ তার জেরেই গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত মহারাজপুর এলাকার শতাধিক বাড়ি জলের নীচে ৷ বাধ্য হয়েই গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন 512নম্বর জাতীয় সড়কের উপর । জাতীয় সড়কের উপর জনবসতি গড়ে ওঠায় থমকে যাচ্ছে যানচালাচল ৷ নির্বিকার প্রশাসন ৷ প্রাণ হাতেই জাতীয় সড়কে বসবাস করছেন তাঁরা ৷
এক- দু’দিন নয়, বেশ কিছুদিন ধরে জাতীয় সড়কে বসতি গড়ে উঠেছে আশ্রয়লস্থল না পেয়েই ৷ প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে ৷ এই পরিস্থিতিতে প্রায় শতাধিক পরিবার জাতীয় সড়কের উপর ত্রিপল খাটিয়ে বসবাস করছেন নিঃস্ব হয়ে ৷ কারণ, বসত বাড়িতে নদীর জল প্রবেশ করায় প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র ছাড়া কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি এলাকাবাাসী ৷ নূন্যতম খাবারটুকুও নেই ৷ এক প্রকার অনাহারে দিন কাটাতে হচ্ছে এই পরিবারগুলিকে ৷ অথচ এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক সাহায্য পাননি তাঁরা ৷ রীতিমতো ক্ষোভের সুরেই এক বাসিন্দা বুলবুলি দাস বলেন, "প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি, বাড়ি ঘর ছেড়ে । এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে ।"