বুনিয়াদপুর(দক্ষিণ দিনাজপুর), 21 এপ্রিল : "যখনই তাঁকে TV-তে বা সামনা-সামনি দেখতাম, ভাবতাম সত্যিই বুঝি উনি সততার প্রতীক । বোধহয় বাংলার ভালো চান । কিন্তু, প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁর কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ।" বুনিয়াদপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি ।
প্রথমে ভাবতাম উনি সততার প্রতীক, এখন লজ্জা করে : মোদি - vote
"আপনারা মমতাদিদির উপর অনেক বিশ্বাস করেছিলেন । কিন্তু, উনি মা-মাটি-মানুষের নামে কেবল ধোঁকা দিয়েছেন । এই ভুল শুধু আপনারাই করেছেন তা নয়, আমিও করেছিলাম । ওঁর কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ।" বুনিয়াদপুর থেকে এভাবেই আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি ।
সভামঞ্চ থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানান মোদি । বলেন, "মমতাদিদি পশ্চিমবঙ্গে যা করেছেন, তার জন্য এরাজ্যের মহান ইতিহাস ও ভবিষ্যত তাঁকে কখনও ক্ষমা করবে না । আপনারা মমতাদিদির উপর অনেক বিশ্বাস করেছিলেন । কিন্তু, উনি মা-মাটি-মানুষের নামে কেবল ধোঁকা দিয়েছেন । এই ভুল শুধু আপনারাই করেছেন তা নয়, আমিও করেছিলাম । যদি আমার মতো মানুষের এই ভুল হয়ে থাকে, তাহলে বাংলার মানুষের এই ভুল হওয়াটা স্বাভাবিক । তবে, এখন আমি ওঁর আসল রূপটা চিনে গেছি । আর বাংলার বাচ্চারাও ওঁকে চিনে গেছে ।"
গতকালের সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "খবরে দেখছিলাম, এবারের ভোটে মা-বোনেরা তৃণমূলের দুষ্কৃতীদের উচিত শিক্ষা দিয়েছে । প্রথম ও দ্বিতীয় দফায় বাংলায় যে পরিমাণে ভোট পড়েছে, তা দেখে স্পিডব্রেকার দিদির ঘুমেরও ব্রেক পড়ছে ।"