পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিন চূড়ান্ত, 20 এপ্রিল দক্ষিণ দিনাজপুরে সভা মোদির - narendra modi

20 এপ্রিল দক্ষিণ দিনাজপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদি। তবে পিছিয়ে গেল মমতা ব্যানার্জির সভা। ১২ তারিখ তাঁর সভা করার কথা ছিল।

নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

By

Published : Apr 11, 2019, 3:43 AM IST

বালুরঘাট, 11 এপ্রিল : 20 এপ্রিল দক্ষিণ দিনাজপুরে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি। বুনিয়াদপুরে সভা করার কথা রয়েছে তাঁর। গতকাল বিকেলে বালুরঘাটে জেলা BJP কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দলের দক্ষিণ দিনাজপুর জেলার BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার। অন্যদিকে পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জনসভা। ১২ তারিখ তাঁর সভা করার কথা ছিল। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে।

দক্ষিণ দিনাজপুরে নরেন্দ্র মোদির আসার দিন ঠিক হয়ে ছিল না। 18 বা 19 তারিখ তিনি সভা করতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে আজ দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র তরফে জানানো হয়, 20 এপ্রিল মোদি আসছেন। বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে সভা করবেন তিনি। এবিষয়ে BJP-র জেলা সম্পাদক বাপি সরকার জানান, আগামী 20 তারিখ বালুরঘাট লোকসভার বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায় BJP প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে জনসভা করবেন নরেন্দ্র মোদি।

অন্যদিকে আগামী 12 এপ্রিল বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করার কথা ছিল মমতা ব্যানার্জির। বালুরঘাট শহরের টাউন ক্লাব ময়দানকে সভাস্থান হিসেবে চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল প্রশাসনিক ও রাজনৈতিক দু’ভাবে। কিন্ত সেই সূচির বদল হয়েছে।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র বলেন, "আগামী 16 এপ্রিল বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর আগামী 19 এপ্রিল বালুরঘাটের টাউন ক্লাব ময়দানে বেলা 1টা নাগাদ সভা করবেন তিনি। সেখান থেকে তিনি জেলার গঙ্গারামপুরে ওই দিনে জেলার দ্বিতীয় সভাটি করবেন।"

ABOUT THE AUTHOR

...view details