বালুরঘাট, 11 এপ্রিল : 20 এপ্রিল দক্ষিণ দিনাজপুরে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি। বুনিয়াদপুরে সভা করার কথা রয়েছে তাঁর। গতকাল বিকেলে বালুরঘাটে জেলা BJP কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দলের দক্ষিণ দিনাজপুর জেলার BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার। অন্যদিকে পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জনসভা। ১২ তারিখ তাঁর সভা করার কথা ছিল। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুরে নরেন্দ্র মোদির আসার দিন ঠিক হয়ে ছিল না। 18 বা 19 তারিখ তিনি সভা করতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে আজ দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র তরফে জানানো হয়, 20 এপ্রিল মোদি আসছেন। বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে সভা করবেন তিনি। এবিষয়ে BJP-র জেলা সম্পাদক বাপি সরকার জানান, আগামী 20 তারিখ বালুরঘাট লোকসভার বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায় BJP প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে জনসভা করবেন নরেন্দ্র মোদি।