বংশীহারি, 25 মে : মধ্যযুগীয় বর্বরতার নজির বংশীহারিতে ৷ ‘প্রতিবেশী অসুস্থ, হয়তো আর বেশিদিন বাঁচবে না ৷’ এই কথা বলার অপরাধেই প্রাণ হারাতে হল গৌরীপুর গ্রামের লক্ষ্মীরাম হেমব্রমকে ৷ ডাইন সন্দেহে তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন প্রতিবেশীরা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে (Man tortured to death over suspicion of witchcraft) ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ । তাঁর শারীরিক অবস্থা দেখে বছর 48-এর লক্ষ্মীরাম মন্তব্য করেছিলেন, ‘সে আর বেশিদিন বাঁচবে না’ ৷ অভিযোগ, প্রতিবেশী বাঁচবে না বলার অপরাধে তাঁকে প্রথমে পিটিয়ে ও পরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন প্রতিবেশী ।
ডাইন সন্দেহে প্রৌঢ়কে কুপিয়ে খুন জানা গিয়েছে, গতকাল রাতে লক্ষ্মীরাম নেশা করে বাড়ি ফেরেন ৷ খানিক পরেই চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন । তাঁর ঠিক পাশের বাড়িতেই দীর্ঘ কয়েকমাস যাবৎ এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । তাঁর উদ্দেশ্যে লক্ষ্মীরাম বলেন, ‘রোগী আর বাঁচবে না’ ৷ তারপরই এদিন সকালে মিলন বাস্কে, অজয় মার্ডি-সহ 5-6 জন যুবক তাঁর উপর চড়াও হয় ৷ লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় ।
আরও পড়ুন : বীরভূমে ডাইনি অপবাদে অন্তঃসত্ত্বা সহ 8 সদস্যের পরিবার গ্রামছাড়া !
শুধুমাত্র ‘বাঁচবে না’ বলার অপরাধেই প্রাণ হারাতে হল তাঁকে ৷ গ্রামের শিক্ষিতরা বলছেন, এই ঘটনার পেছনে রয়েছে ডাইন প্রথার কুসংস্কার ৷ ঘটনার তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে বংশীহারি থানার পুলিশ ।