পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টানতে গিয়ে ছিঁড়েই গেল মাধ্যমিকের খাতা ! - madhyamik exam

পরীক্ষার্থীর খাতা টান মেরে নিতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলল স্কুলের পরিক্ষক, স্কুলে বিক্ষোভ অন্যান্য মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের।

পরীক্ষার খাতা ছিঁড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন সুপ্রীতি সরকার

By

Published : Feb 18, 2019, 10:01 PM IST

Updated : Feb 18, 2019, 10:09 PM IST

বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা নিতে গিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ইনভিজ়িলেটরের বিরুদ্ধে। ঘটনাটি বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য পরীক্ষার্থী ও অভিভাবকরা। বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিল বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী সুপ্রীতি সরকার। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর খাতা সংগ্রহ করতে শুরু করেন ইনভিজ়িলেটর প্রমিলা সরকার। কিন্তু তখনও লিখছিল ওই পরীক্ষার্থী। অভিযোগ, তা দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীর থেকে টান মেরে খাতা নিয়ে নেন প্রমিলা। সেইসময় মাঝখান থেকে ছিঁড়ে যায় সুপ্রীতির খাতা। ঘটনায় স্কুলে প্রতিবাদ শুরু করে অন্যান্য পরীক্ষার্থীরা। বিষয়টি অভিভাবকরা জানতে পারলে স্কুলের সামনে তাঁরাও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় DSP হেড কোয়ার্টার ধীমান মিত্রসহ বালুরঘাট থানার পুলিশ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মাধ্যমিক পরীক্ষার বালুরঘাট প্রধান কেন্দ্রের ইনচার্জ নারায়ণ কুণ্ডু। তিনি ওই পরীক্ষার্থী ও স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানানো হবে।

এবিষয়ে সুপ্রীতি বলে, "ঘণ্টা পড়ে যাওয়ার পর শেষ একটি অক্ষর লিখছিলাম। সেইসময় আচমকা খাতা টেনে নেন ম্যাম। আমার খাতা ৯০ ভাগ ছিঁড়ে গেছে।"

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সরকার বলেন, "ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়নি। সময় শেষ হওয়ার পরেও ছাত্রী লিখছিল। তখন খাতাটি নিতে গিয়ে ছিঁড়ে যায়। খাতাটি মেরামত করে মূল্যায়নের জন্য পাঠানো হবে। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা বলেছেন প্রধান কেন্দ্রের ইনচার্জ। খাতাটি যাতে মূল্যায়ন করা হয় তার ব্যবস্থা করা হচ্ছে।"

Last Updated : Feb 18, 2019, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details