পৌরসভার নির্দেশে ফের বালুরঘাট হাইস্কুল মাঠে বসল বাজার - municipality
কোরোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বালুরঘাট পৌরসভার নির্দেশ মত ফের বালুরঘাট হাই স্কুল মাঠে বসল সবজি ও মাছের বাজার ৷ 14 এপ্রিল পর্যন্ত বালুরঘাট হাইস্কুল মাঠেই বাজার বসার কথা বলা হয়েছে
বালুরঘাট, 7 এপ্রিল : উঠে যাওয়ার পরও পৌরসভার নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে ফের বালুরঘাট হাইস্কুল মাঠে বসল বাজার। কোরোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বালুরঘাট পৌরসভার নির্দেশমতো গতকাল ফের বালুরঘাট হাইস্কুল মাঠে বসে সবজি ও মাছের বাজার। 14 এপ্রিল পর্যন্ত সেখানেই তা চলবে। 29 মার্চ থেকে এই মাঠে বাজার বসলেও নানান সমস্যার জন্য সেই বাজার তহবাজারে নিয়ে চলে যান ব্যবসায়ীরা। শনিবার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকের পর নতুন নির্দেশিকা জারি করে বালুরঘাট পৌরসভা। যেখানে বলা হয়, সোমবার থেকে বালুরঘাট হাইস্কুল মাঠেই বসবে বাজার। সেই অনুযায়ী বাজার বসে।
29 মার্চ থেকে বালুরঘাটের তহবাজারের ব্যবসায়ীদের বালুরঘাট হাইস্কুল মাঠে সরিয়ে আনা হয়। তহবাজার ছোটো হওয়ায় ভিড় বেশি হচ্ছিল। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে তহবাজারের ব্যবসায়ীদের বালুরঘাট হাইস্কুল মাঠে বসার নির্দেশ দিয়েছিল বালুরঘাট পৌরসভা। কিন্তু, বালুরঘাট হাইস্কুল মাঠ ফাঁকা হওয়ায় সেখানে সকাল থেকেই রোদ আসছিল। রোদের কারণে মাছ ব্যবসায়ীরা সহ অন্যান্যরা সেখানে বাজার বসাতে আপত্তি জানান। যার ফলে বালুরঘাট হাইস্কুল মাঠে বসার একদিন পর থেকেই ব্যবসায়ীরা ধীরে ধীরে তহবাজারে চলে যান। অবশেষে শনিবার ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসন বৈঠক করে পুনরায় হাইস্কুল মাঠেই বাজার বসানোর নির্দেশ দেয়। যার ফলে গতকাল থেকে হাইস্কুল মাঠে বসছে বাজার।
এবিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা বলেন, "ব্যবসায়ীদের রোদের জন্য সমস্যা হয়েছিল। তাই অনেকেই আপত্তি জানান। কিন্তু প্রশাসনের নির্দেশে ফের হাইস্কুল মাঠেই বাজার বসছে। আমরা নিজেরাই ত্রিপল ও অস্থায়ী ছাউনি বানাচ্ছি।"
এবিষয়ে মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখ্যোপাধ্যায় জানান, পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য জল ও ভ্যাটের ব্যবস্থা করা হয়েছে। শুধু বড় স্থায়ী দোকানগুলি বাদে তহবাজারে অন্য কোনও দোকান বসতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।