হিলি সীমান্ত পরিদর্শন করলেন IG বর্ডার
IG বর্ডার দেবাশিস বড়াল মঙ্গলবার সীমান্ত পরিদর্শন করেন । আজ দুপুরে হিলি আন্তর্জাতিক চেকপোস্টে আসেন তিনি ।
হিলি, 9 জুন : হিলি আন্তর্জাতিক স্থলবন্দর চালু হতেই মঙ্গলবার সীমান্ত পরিদর্শনে এলেন IG বর্ডার দেবাশিস বড়াল। আজ দুপুরে হিলি আন্তর্জাতিক চেকপোস্টে আসেন IG বর্ডার। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, হিলি ICP-র OC শিপ্রা রায়, হিলি থানার OC প্রতিম সিং সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন সকালে প্রথমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্ত পরিদর্শন করেন IG বর্ডার। এরপর সেখান থেকে হিলি আসেন। এদিন দুপুরে তিনি হিলি আন্তর্জাতিক চেকপোস্টে এসে পৌঁছান। আসার পর তিনি হিলি সীমান্ত পরিদর্শন করেন। পরে তিনি পুলিশ আধিকারিকদের নিয়ে হিলি ইমিগ্রেশনে একটি বৈঠক করেন। বৈঠক শেষ করে তিনি বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। যদিও এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি IG বর্ডার দেবাশিস বড়াল।
প্রসঙ্গত, গতকাল থেকেই হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। শর্তসাপেক্ষে খুলেছে হিলি স্থলবন্দর। এদিকে সীমান্ত খুলতেই আজ হিলি পরিদর্শনে আসেন IG বর্ডার দেবাশিস বড়াল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক আধিকারিক জানান, এদিন IG বর্ডার রুটিন ভিজিটে হিলি এসেছিলেন। এই ভিজিট মাঝে মধ্যেই হয়।