বংশীহারী, 19 অগাস্ট : বাবার বাড়ি থেকে টাকা আনেনি স্ত্রী । সেই অপরাধে গতরাতে মত্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম তিসিবালা বর্মণ (৩৫) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয় । ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সূর্য বর্মণ । মৃতের পরিবারের পক্ষ থেকে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।
বছর 19 আগে হিলির মস্তাপুর এলাকার বাসিন্দা তিসিবালা বর্মণের সঙ্গে বংশীহারী নওপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক সূর্য বর্মণের বিয়ে হয় । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মৃতের পরিবারের লোকজনের দাবি, বিয়ের সময় প্রচুর পণ দিয়েই তাঁরা বিয়ে দিয়েছিলেন মেয়ের । অভিযোগ, বিয়ের পর থেকেই তিসিবালাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত সূর্য । টাকা না আনলে মত্ত অবস্থায় স্ত্রী'র ওপর চলত মানসিক ও শারীরিক অত্যাচার ।