বালুরঘাট, 5 জুলাই : বাড়িতেই চলত মধুচক্র । নিত্য যাতায়াত ছিল লোকজনের । গতকাল বিকেলেও আলো দাস নামে ওই মহিলার বাড়িতে এক ব্যক্তির সঙ্গে দুই যুবতিকে ঢুকতে দেখা যায় । বিষয়টি নজরে আসে স্থানীয়দের । সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় পাঁচজনকে ধরে ফেলে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এক ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় । বালুরঘাটের এ কে গোপাল কলোনির ঘটনা । পরে অভিযুক্ত বাড়ির মালকিনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । গতকাল বিকেলেও আলো দাসের বাড়িতে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আসে । আলো তাদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গেট আটকে দেয় । বিষয়টি নজরে আসতেই আলোর বাড়িতে চড়াও হয় স্থানীয়রা । ঘরের দরজা ভেঙে আপত্তিকর অবস্থায় ব্যক্তি সহ চারজনকে ধরে ফেলে । এদের মধ্যে দু'জন যুবতি, দু'জন মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মতিউর সরকার নামে ওই ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় ।