বংশীহারি, 1 অগস্ট: শ্রেণিকক্ষের ভিতরে মিলল বাংলা শিক্ষকের ঝুলন্ত দেহ(hanging body of teacher recovered in school at Bansihari)৷ রবিবার রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের নুরপুর এলাকায় ।
পরিবার সূত্রে খবর, মৃত শিক্ষক কৃষ্ণ বসাকের বাড়ি বাতাসকুড়ি এলাকায় । গত তিন চার মাস আগে কুশমন্ডি ব্লকের নাহিট স্কুল থেকে ট্রান্সফার হয়ে নুরপুর জুনিয়র হাই স্কুলে কাজে যোগ দেন । গত 10 বছর ধরে তাঁর প্রথম পক্ষের স্ত্রী দেবিকা জোয়ারদারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল । মামলা চলাকালীন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক । মৃতের পরিবারের অভিযোগ মামলা চললেও কৃষ্ণবাবুকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করত তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন । রবিবার সকালে স্কুলে কাজ আছে বলে বাড়ি থেকে বের হন ৷ এরপর অনেক রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তাঁর পরিবার স্কুলে গিয়ে খোঁজ করেন ৷ শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় স্বভাবতই ভেঙে পড়েন মৃতের দ্বিতীয় স্ত্রী-সহ পরিবারের লোকজন । তাঁদের দাবি পুলিশ সঠিক তদন্ত করুক ।
শুনুন স্কুলের প্রধান শিক্ষিকা ও মৃতের দাদার বক্তব্য আরও পড়ুন :স্ত্রী-র সঙ্গে ঝগড়ার জের, দুর্গাপুরে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার!
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিন্দিতা মহন্ত বলেন,"স্কুলের বাকি সবার মতো ওনার কাছেও একটা ঘরের চাবি ছিল ৷ বাংলা বিভাগের শিক্ষক রবিবার স্কুল খুলে ঢোকার আগে এলাকাবাসীদের সঙ্গে কথাও বলেন ৷ সেদিন রবিবার থাকায় স্কুল ছুটি ছিল ৷ কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও ভিতর থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ এরপর তাঁরা আমায় ফোন করতেই আমি থানায় খবর দিই ৷ পুলিশ এসে দরজা ভেঙে ওনার ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷"
এই বিষয়ে মৃতের দাদা জয়গোপাল বসাক জানান, রবিবার নুরপুর জুনিয়র হাই স্কুলের ঘরের মধ্যে থেকে ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ প্রথম পক্ষের স্ত্রী দেবিকা জোয়ারদার কয়েক বছর থেকে ভাইকে মানসিক অত্যাচার করত । কখনও সম্পত্তি নিয়ে, কখনও চাকরি নিয়ে হুমকি দিত ৷ এমনকি জেলে পাঠাবে বলেও মানসিকভাবে বিপর্যস্ত করত । তারপর থেকেই ভাই মানসিক অবসাদে ভুগছিল । এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী-সহ তার পরিবারের হাত রয়েছে ৷ এই বিষয়ে তাঁরা প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন বলেও জানা গিয়েছে ।
এই বিষয়ে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিত সরকার বলেন, "রবিবার রাতে স্কুলের ভিতর থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি ৷ ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়েছে বালুরঘাটে । কেন ওই শিক্ষক স্কুলের মধ্যে এভাবে আত্মঘাতী হল তার তদন্ত শুরু করেছে বংশীহারি থানা পুলিশ ৷
আরও পড়ুন :দাসপুরে হাই মাদ্রাসার অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার