কুমারগঞ্জ, 13 মার্চ : প্রায় এক মাস আগে বাড়ি থেকে চুরি যাওয়া লাখ টাকার সোনার গয়না উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ দুপুরে বালুরঘাটে জেলা পুলিশ অফিস থেকে মালিক জসমল সরকারের হাতে চুরি যাওয়া সোনার গয়না তুলে দেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত । এদিকে চুরির ঘটনায় একজনকে অনেক আগেই গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার হয় ।
জসমল সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডাঙারহাটের খানপুরে । পেশায় তিনি পান ব্যবসায়ী । অভিযোগ, গত 15 ফেব্রুয়ারি তাঁর বাড়িতে কেউ ছিল না । সেই সুযোগে জসমলবাবুর বাড়িতে তালা ভেঙে চুরি যায় সোনার নেকলেস, কানের দুল-সহ প্রায় তিন ভরি সোনার গয়না । যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা । চুরির বিষয়টি নজরে আসতেই পরদিন কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জসমল সরকার । এদিকে অভিযোগ পাওয়ার পরই তদন্ত নেমে রুবেল মণ্ডল নামে একজকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করার পরই চুরি যাওয়া সব সোনার গয়না উদ্ধার হয় । প্রায় একমাস পর আজ আদালতের নিয়ম মেনেই চুরি যাওয়া সামগ্রী মালিকের হাতে ফেরত দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । পুলিশ অফিসে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীসহ কুমারগঞ্জ থানার পুলিশ ।