গঙ্গারামপুর, 23 এপ্রিল : দুস্থদের ত্রাণ বিলি করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস । গতকাল শহরের চৌপথী এলাকা থেকে 18টি ওয়ার্ডের গরিব মানুষের মধ্যে সবজি , চাল , আলু বিতরণ করা হয় ।
500 দুস্থর হাতে খাদ্যসামগ্রী তুলে দিল গঙ্গারামপুর টাউন তৃণমূল - তৃণমূল কংগ্রেস
শহরের চৌপথী এলাকায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস ।
লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন । বন্ধ রোজগার । সরকারের তরফে রেশন সরবরাহ করা হলেও তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । এই পরিস্থিতিতে এগিয়ে এল গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস । তাদের তরফে বিভিন্ন এলাকার 500 জন দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । বিলি করা হয় চাল, আলু, সয়াবিন সহ অন্যান্য সামগ্রী ।
শুধু গঙ্গারমপুর টাউন তৃণমূল কংগ্রেস নয়, এর পশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও ওয়ার্ড প্রতি 40টি দুস্থ পরিবারের হাতে আটা ,সয়াবিন , বিস্কুট তুলে দেওয়া হয়েছে । শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাই সেই খাদ্যসামগ্রী দুস্থ পরিবারগুলিতে পৌঁছে দেন ।
এই বিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বলেন , " আমরা দু'সপ্তাহ আগেও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি । এদিনও আমরা শুকনো খাবার ওয়ার্ডপ্রতি 40 জনকে তুলে দিয়েছি । গঙ্গারামপুর চৌপথী এলাকায় টাউন তৃণমূলের পক্ষ থেকেও সবজি ও চাল দেওয়া হয় প্রায় 500 জন গরিব মানুষকে । আমরা আগামী দিনেও গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন জায়গায় যে সমস্ত দুস্থ আছেন তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে পারব ।"