পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসে যাত্রীর সঙ্গে বচসা, ঘুষিতে নাক ফাটল মালিকের - balurghat

বাসে ওঠার সময় ধাক্কা লাগায় বাস মালিকের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর । তারপর তা পৌঁছায় হাতাহাতিতে । ওই যাত্রী বাস মালিকের নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ । ঘটনাস্থানে পুলিশ এসে অভিযুক্ত যাত্রীকে আটক করে ।

বাস যাত্রী প্রলয়কান্তি দে

By

Published : May 18, 2019, 3:09 PM IST

Updated : May 18, 2019, 3:22 PM IST

বালুরঘাট, 18 মে : বাসে ওঠা নিয়ে বাস মালিক ও যাত্রীর মধ্যে শুরু হয় বচসা । সেখান থেকে হাতাহাতি । বাস মালিকের নাক ঘুষি মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রলয়কান্তি দে নাম ওই যাত্রীর বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । ওই যাত্রীকে আটক করা হয়েছে । শুরু হয়েছে তদন্তও ।

গতকাল বালুরঘাট-কলকাতার একটি নাইট সার্ভিস বাসে প্রলয় সস্ত্রীক কলকাতা যাচ্ছিলেন । নির্দিষ্ট সময়ের আগে প্রলয় স্ত্রী, সন্তান নিয়ে বাসে উঠে সিটে বসেছিলেন । সেসময় বাস মালিক গোপাল কুণ্ডু বাসে ওঠেন । বাসে ওঠার সময় প্রলয়ের সঙ্গে ধাক্কা লাগে গোপালবাবুর । এরপরই দু'জনের মধ্যে শুরু হয় বচসা । তা পৌঁছায় হাতাহাতিতে । প্রলয়ের ঘুষিতে নাক ফাটে গোপালবাবুর । বিষয়টি জানাজানি হতেই অন্য বাসের কর্মীরা ঘটনাস্থানে আসেন । খবর পেয়ে পুলিশও পৌঁছায় ঘটনাস্থানে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গোপালবাবু বলেন, "বাসে ওঠার সময় ভিড়ের মধ্যে ওই যাত্রীর গায়ে ধাক্কা লাগে । ও সিট থেকে উঠে ধাক্কা মারে । আমিও ধাক্কা মারি । এরপর আমার নাকে ঘুষি মারে । রক্ত বের হচ্ছিল ।" যদিও প্রলয়ের স্ত্রী প্রিয়া দে বলেন, "বাস মালিকই আমার স্বামীকে ঘুষি মেরেছে ।"

Last Updated : May 18, 2019, 3:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details