গঙ্গারামপুর, 1 অক্টোবর : সব জল্পনার অবসান । আজ কলকাতায় অমিত শাহর উপস্থিতিতে BJP-তে যোগ দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । কলকাতায় পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি । উদ্বোধন শেষে রাজ্য নেতৃত্ব ও জেলা BJP-র সভাপতিদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন অমিত শাহ । সেই অনুষ্ঠানেই নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র BJP-তে যোগ দেন ।
24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রসহ জেলা পরিষদের 10 সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । সেই সময় দিল্লিতে BJP-র সদর দপ্তরে হাজির থেকেও তিনি BJP-তে যোগ দেননি ৷ এদিকে দাদা বিপ্লব মিত্র BJP-তে যোগ দেওয়ার পর প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিষ্কার করে জেলা তৃণমূল । এদিকে তৎকালীন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন 11 জন কাউন্সিলর । মাস দেড়েক আগে প্রশান্ত মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা সভায় তৃণমূল পৌরসভার দখল নেয় । চেয়ারম্যান হন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার । চেয়ারম্যান পদ হাতছাড়া হতেই BJP-তে যোগদানের ঈঙ্গিত দেন । সূত্রের খবর, অবশেষে আজ BJP-তে যোগ দিলেন প্রশান্ত মিত্র । আজ সকালে কলকাতায় পৌঁছান প্রশান্ত মিত্র । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দান তিনি।