পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর, বিপাকে যাত্রীরা - বালুরঘাটে হাসপাতালে 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর

বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উলটো দিকে শিশুমঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স । গতরাতে আটটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় । আজ সকালে হাসপাতাল খুলতেই বিষয়টি নজরে আসে ৷

বালুরঘাট হাসপাতাল

By

Published : Aug 12, 2019, 6:03 PM IST

বালুরঘাট, ১২ অগস্ট : বালুরঘাট হাসপাতালের 8টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ এর জেরে রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করল অ্যাম্বুলেন্স চালকরা ৷ ঘটনার তদম্ত শুরু করেছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগের উলটো দিকে শিশুমঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকে একাধিক অ্যাম্বুলেন্স । এই অ্যাম্বুলেন্সগুলি মূলত হাসপাতাল থেকে বিনামূল্যে রোগীদের পরিষেবা দিয়ে থাকে । মাতৃযান হিসেবে বেশি ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সগুলিকে । গতরাতে এই অ্যাম্বুলেন্সগুলির মধ্যে আটটিতে ভাঙচুর করা হয় । আজ সকালে হাসপাতাল খুলতেই বিষয়টি নজরে পড়ে হাসপাতালে কর্তব্যরত কর্মীদের ৷

অ্যাম্বুলেন্সে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ৷ তারা দোষীদের খোঁজে হাসপাতাল চত্বরের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷

এবিষয়ে অ্যাম্বুলেন্স চালক সনৎ দত্ত বলেন, "গতরাতে সাত-আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুষ্কৃতীরা । সবগুলির জানালা, হেডলাইট ও সামনের কাচ ভেঙে দেওয়া হয় ।" এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি ৷

ভাঙচুর করা অ্যাম্বুলেন্স

অন্যদিকে হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস ছুটিতে থাকায় এবিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি ৷ তবে, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দম রায় বলেন, "বিষয়টি আমি শুনেছি । তবে হাসপাতালে রোগী পরিষেবা বন্ধ করা কখনই উচিত নয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details