পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment : শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনের - DYFI

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 140 জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে। সোমবার 65 জন শিক্ষকের কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা।

dyfi-sfi-showed-agitation-at-balurghat-against-corruption-in-teacher-recruitment
Teacher Recruitment : শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনের

By

Published : Jul 26, 2021, 7:13 PM IST

বালুরঘাট, 26 জুলাই : রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। এদিন এই কাউন্সেলিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই ও এস‌এফ‌আই।

আরও পড়ুন :সংস্কারের অভাবে বাঁকুড়ার হাজার বছরের পুরানো রেখা দেউলের ভগ্নদশা

অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি কখনও আয়ত্তের বাইরে চলে যায়নি বলে খবর ৷

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 140 জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে। সোমবার 65 জন শিক্ষকের কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা। এরই মাঝে বামপন্থী ছাত্র সংগঠন এস‌এফ‌আই ও যুব সংগঠন ডিওয়াইএফআই অভিযোগ তুলেছে, বাইরের জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। এ নিয়ে তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং এরপর দক্ষিণ দিনাজপুর ডিপিএসসি সেক্রেটারি নারায়ণচন্দ্র পালের হাতে স্মারকলিপি তুলে দেয়।

আরও পড়ুন :Corona Vaccine : রেজিস্ট্রেশনের পরও মিলল না টিকা, বিক্ষোভ আসানসোলে

জেলায় যোগ্যপ্রার্থী থাকতেও কেন বাইরে জেলার প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ‌আই-এর জেলা সম্পাদক সুব্রত দাস। বামপন্থী ছাত্র সংগঠন এস‌এফ‌আই-এর জেলা সম্পাদক সুরজিৎ সরকার বলেন, ‘‘আমরা চাই নিয়োগ প্রক্রিয়া হোক ৷ তবে তা স্বচ্ছতার সঙ্গে হোক। ন‌ইলে আমরা জেলা ও রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামব।’’

অবশ্য এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নারায়ণচন্দ্র পাল জানিয়েছেন, রাজ্য থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী কাউন্সেলিং চলছে। আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আরও পড়ুন :Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

ABOUT THE AUTHOR

...view details