বালুরঘাট, 26 জুলাই : রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। এদিন এই কাউন্সেলিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই ও এসএফআই।
আরও পড়ুন :সংস্কারের অভাবে বাঁকুড়ার হাজার বছরের পুরানো রেখা দেউলের ভগ্নদশা
অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি কখনও আয়ত্তের বাইরে চলে যায়নি বলে খবর ৷
দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 140 জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে। সোমবার 65 জন শিক্ষকের কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা। এরই মাঝে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই অভিযোগ তুলেছে, বাইরের জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। এ নিয়ে তারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং এরপর দক্ষিণ দিনাজপুর ডিপিএসসি সেক্রেটারি নারায়ণচন্দ্র পালের হাতে স্মারকলিপি তুলে দেয়।