পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে 5দিনের নাট্যমেলা শুরু - KOLKATA

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আয়োজনে ও তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় 19তম নাট্যমেলা শুরু হল বালুরঘাটে ৷ শহর ও মফঃস্বলের সংস্কৃতিকে মিলিয়ে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন দক্রিণ দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী

Balurghat drama fair
বালুরঘাটে 19তম নাট্যমেলা

By

Published : Feb 27, 2020, 4:49 AM IST

Updated : Feb 27, 2020, 2:43 PM IST

বালুরঘাট, 27 ফেব্রুয়ারি : নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট । সেই নাটকের শহরে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আয়োজনে ও তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হল 19তম নাট্যমেলা । গতকাল সন্ধেয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট নাট্যমন্দিরে মেলার সূচনা করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় । 1 মার্চ পর্যন্ত চলবে মেলা ৷

নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা রেঞ্জের DIG প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য অমিত সাহা সহ অন্যান্য নাট্যব্যক্তিত্ব । পাঁচদিন ধরে চলবে এই মেলা । কলকাতার ছ’টি নাটক মঞ্চস্থ হবে । নাট্যমেলার প্রথম দিনে নাট্যদল থিয়েটার ওয়ার্কশপের ‘দীর্ঘদিন দগ্ধরাত’ মঞ্চস্থ হয় । এছাড়াও একদিন আলাদিন, তারপর একদিন, তিন তস্কর, ছুকরি ও আর্কিমিডিসের মৃত্যু নাটক মঞ্চস্থ হবে । নাট্যকার রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন সহ অন্যান্য শিল্পীদের অভিনয় দেখতে পাবেন বালুরঘাটবাসী । সবমিলিয়ে নাট্যমেলাকে কেন্দ্র করে বালুরঘাটে সাজসাজ রব ।

এদিকে গতকালই বালুরঘাট নাট্যমন্দিরে প্রদর্শনী গ্যালারির সূচনা করা হয় । যেখানে বিভিন্ন নাটকের সারাংশ তুলে ধরা হয়েছে । এবিষয়ে জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি প্রতি বছর নানারকম অনুষ্ঠান করে । গত নভেম্বর মাস থেকে নাট্যমেলা শুরু হয়েছে । এবার বালুরঘাটের পালা ।"

নাট্যমেলার উদ্বোধনে বিশিষ্টরা

অন্যদিকে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য অমিত সাহা বলেন, "বালুরঘাটের নতুন প্রজন্ম থিয়েটারের সঙ্গে নিজেকে যুক্ত করছে । এই অবস্থায় বালুরঘাটে নাট্যমেলার উদ্যোগ খুব ভালো । কলকাতায় যে নাট্যমেলা হয় সেখানে বিভিন্ন জেলা থেকে নাটক মঞ্চস্থ করা হয় । এবার মফঃস্বলের নাটক কলকাতার লোকজন দেখছেন । কলকাতার নাটক দলগুলি কী ধরনের কাজ করছে তা বালুরঘাটের মানুষ দেখতে পাচ্ছেন । এই যে পারস্পরিক আদান-প্রদান, তা নিঃসন্দেহে থিয়েটারকে সমৃদ্ধ করবে ।"

বালুরঘাটে শুরু হল নাট্যমেলা
Last Updated : Feb 27, 2020, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details