বালুরঘাট, 27 ফেব্রুয়ারি : নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট । সেই নাটকের শহরে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আয়োজনে ও তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হল 19তম নাট্যমেলা । গতকাল সন্ধেয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট নাট্যমন্দিরে মেলার সূচনা করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় । 1 মার্চ পর্যন্ত চলবে মেলা ৷
নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা রেঞ্জের DIG প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য অমিত সাহা সহ অন্যান্য নাট্যব্যক্তিত্ব । পাঁচদিন ধরে চলবে এই মেলা । কলকাতার ছ’টি নাটক মঞ্চস্থ হবে । নাট্যমেলার প্রথম দিনে নাট্যদল থিয়েটার ওয়ার্কশপের ‘দীর্ঘদিন দগ্ধরাত’ মঞ্চস্থ হয় । এছাড়াও একদিন আলাদিন, তারপর একদিন, তিন তস্কর, ছুকরি ও আর্কিমিডিসের মৃত্যু নাটক মঞ্চস্থ হবে । নাট্যকার রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন সহ অন্যান্য শিল্পীদের অভিনয় দেখতে পাবেন বালুরঘাটবাসী । সবমিলিয়ে নাট্যমেলাকে কেন্দ্র করে বালুরঘাটে সাজসাজ রব ।