পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাল-আলু বিচরণ নিয়ে বচসা, জখম 3; অভিযুক্ত তৃণমূল

বালুরঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হচ্ছিল ।

clash between local tmc and bjp in balurghat
তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ

By

Published : Mar 31, 2020, 6:51 PM IST

বালুরঘাট, 31 মার্চ : থানা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলায় শিকার হন কয়েকজন । বালুরঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের ঘটনা । ঘটনায় জখম হন 3 । চিকিৎসার জন্য তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হামলার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও পুলিশ । অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে । অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূলের নেতা কর্মীরা ।

কোরোনা মোকাবিলায় রবিবার বালুরঘাটের 20 নম্বর ওয়ার্ডে দুস্থদের মধ্যে চাল আলু বিতরণ করছিল স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা । সবাইকে না দেওয়ায় বচসা শুরু হয় । খবর পেয়ে রবিবার পুলিশ এক স্থানীয়কে থানায় নিয়ে যায় । ঘটনায় প্রায় শতাধিক স্থানীয়রা বালুরঘাট থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে । তারপর পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভ তুলে নেয় ।

সোমবার রাতেই পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দেয় । ওই ব্যক্তিসহ কয়েকজন থানা থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন । সেই সময় রবীন্দ্রনগর এলাকায় কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে । হামলার জেরে 3 জন জখম হন । পরে আক্রান্তের পরিবার পুলিশে 9 জনের নামে লিখিত অভিযোগ করে । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ । এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ ।

ছোটন মালাকার, উৎপল সরকার এবং সুজয় মাহান্ত নামে এই 3 জন হামলায় জখম হন । ছোটন মালাকার বলেন, "রবিবার চাল-আলু না পেয়ে বিক্ষোভ দেখানোয় পুলিশ একজনকে তুলে নিয়ে যায় । তারই প্রতিবাদে থানায় গেছিলাম । থানা থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ।"

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, "রবীন্দ্রনগরে চাল-আলু দেওয়া নিয়ে তৃণমূল রাজনীতি করছে । প্রতিবাদ করে সাধারণ মানুষ ও কয়েকজন BJP কর্মীরা । পুলিশ একজনকে ধরে নিয়ে যায় । ওই ব্যক্তিকে স্থানীয়রা থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসার সময় কিছু তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় । আহত হয় বেশ কয়েকজন ।"

অন্যদিকে তৃণমূলের শহর কমিটির সভাপতি সুভাষ চাকি ঘটনাটিকে অস্বীকার করেছেন । তিনি বলেন, "দুস্থদের মধ্যে আলু-চাল বিতরণ করার সময় RSP ও BJP-র কর্মী সমর্থকরা আক্রমণ করে আমাদের লোকের উপর ।" পাশাপাশি তিনি আরও বলেন, "বালুরঘাটের সাংসদ কিছুদিন আগেই দিল্লি থেকে ফিরেছেন । বর্তমানে ওঁর হোম কোয়ারান্টাইনে থাকার কথা । এমতাবস্থায় তিনি কী করে বাইরে আসবেন ?''

ABOUT THE AUTHOR

...view details