পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার, গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে - bjp-police clash

পুলিশের উপর যথেচ্ছ ইট ছোড়া হয় । ইটের ঘায়ে মুখ ফেটে যায় এক সিভিক ভলান্টিয়ারের । গঙ্গারামপুর থানার ASI জখম হয়েছেন ।

পুলিশ

By

Published : Jun 8, 2019, 1:47 PM IST

Updated : Jun 8, 2019, 3:09 PM IST

গঙ্গারামপুর, ৮ জুন: গঙ্গারামপুরে আজ পুলিশ BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার বাধে । দফায় দফায় সংঘর্ষ হয় । পুলিশের উপর যথেচ্ছ ইট ছোড়া হয় । ইটের ঘায়ে মুখ ফেটে যায় এক সিভিক ভলান্টিয়ারের । তার নাম ব্রতময় সরকার । এছাড়া গঙ্গারামপুর থানার ASI বিভু ভট্টাচার্য জখম হয়েছেন । ইট ছোড়ার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । সবমিলিয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত ।

বালুরঘাট কেন্দ্র থেকে জিতেছে BJP । তারপর আজ দক্ষিণ দিনাজপুরে "নাগরিক অভিনন্দন সভা" করতে আসেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । প্রথমে কুশমণ্ডি হয়ে বুনিয়াদপুর দলীয় কার্যালয়ে আসেন তিনি । সেখান থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে হেঁটে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এসে সভা করেন দিলীপবাবু । তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের নবনির্বাচিত সাংসদ সুকান্ত মজুমদার, দলের জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য জেলা নেতারা ।

এদিকে জেলায় ১৪৪ ধারা জারি থাকায় মিছিল শুরুতেই আটকে দিয়েছিল পুলিশ । সেই নির্দেশের কাগজও দেখানো হয় দিলীপবাবুকে । তবে সেই নির্দেশকে তোয়াক্কা না করেই দলের কর্মী-সমর্থকদের নিয়ে হেঁটে বাসস্ট্যান্ড অবধি যান দিলীপবাবু । মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতে তির-ধনুক ছিল ।

দিলীপবাবু তাঁর সভা থেকে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল এখন অচল খুচরো পয়সা । বাতিল নয়, তবে বাজারে অচল । আর BJP এখন নতুন চকচকে ২ হাজার টাকার নোট । ফলে যেই দেখে সেই নেয় । দলীয় কর্মীদের তিনি বলেন, "আপনাদের মধ্যে যাদের বিরুদ্ধে পুলিশ মামলা দেবে তা থেকে বের হতে যত টাকা লাগে হিসেব লিখে রাখুন । পাশে যে মামলা দিয়েছে সেই পুলিশের নাম লিখে রাখুন । BJP ক্ষমতায় এলে সেই পুলিশের কাছ থেকে সব টাকা উশুল করবে । পাশাপাশি BJP ভালো আইন জানে । তাই কী করতে হয় করবেন । দিদির ১৪৪ ধারা জারি করলে ২৮৮ ধারা জারি করবে BJP । আর অনুমতির না দিলেও কিছু আসে যায় না । BJP নিজের রাস্তায় চলবে । কেউ আটকাতে এলে তার ঘাড় মটকে দেওয়া হবে।

বুনিয়াদপুরে সভা করার পর দিলীপবাবু গঙ্গারামপুরে যান। সেখানে মিছিল করে তিনি যখন দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তাঁকে আটকায়। 144 ধারা জারি থাকায় মিছিল করা যাবে না বলে পুলিশ জানায়। পুলিশের নিষেধ সত্ত্বেও BJP কর্মী-সমর্থকরা মিছিল করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপর ইট বৃষ্টি হয়, পুলিশের চারটি গাড়ি ভাঙচুর হয়। একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজন BJP কর্মী জখম হন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ।

এই ঘটনার পর কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত হলেও ফের দুপুর 2টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে । নতুন করে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে । এছাড়া পুলিশ ফের শূন্যে গুলি চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থানে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি ।

Last Updated : Jun 8, 2019, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details