গঙ্গারামপুর, 7 সেপ্টেম্বর : যুবতির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল গঙ্গারামপুর থানার পাঠানপাড়ার বাগানবাড়ি এলাকায় ৷ ওই যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান ।
আজ সকালে পুনর্ভবা নদীর তীরে ওই যুবতির অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন । খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় ৷ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷
জাকির হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "প্রমাণ লোপাটের জন্য ধর্ষণের পর ওই যুবতিকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই ৷" মৃতের গলায় এবং গালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন আনিসুর রহমান নামে আর একজন বাসিন্দা ৷
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু বলেন, "যুবতির পরিচয় এখনও জানা যায়নি । আমরা যুবতির পরিচয় জানার চেষ্টা করছি ।"