বালুরঘাট, 17 মে : লকডাউনের প্রায় দু’মাস অতিবাহিত । কোরোনা মোকাবিলায় সমস্তরকম কাজকর্মে ছেদ পড়েছে ৷ প্রতিবছর বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ ফলে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব প্রায় হয়না বললেই চলে ৷ কিন্তু এবছরের পরিস্থিতি অন্যরকম ৷ কোরোনার জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সমস্তরকম জমায়েত বন্ধ রয়েছে ৷ রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে না ৷ এর ফলে বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুতের পরিমাণ দিন দিন কমছে । এমত অবস্থায় রক্তদান দান করতে ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।
কোরোনার ও লকডাউনের জন্য প্রায় একমাস কোনওরকম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে না দক্ষিণ দিনাজপুরে । যার প্রভাবে বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে থাকা ব্লাড ব্যাঙ্কে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে । সমস্যায় পড়ছেন মুমূর্ষ রোগীরা । সবথেকে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া রোগীরা ৷ তাঁদের রক্তের জোগান দিতে হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ । যদিও জেলার রক্ত সংকট মেটাতে এগিয়ে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । কিছুদিন ধরে বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে পুলিশকর্মীরা রক্ত দান করছেন । বালুরঘাট থেকে প্রায় 200 ইউনিট রক্ত দান করা হয়েছে । গঙ্গারামপুরে একশ'রও বেশি জেলা পুলিশকর্মী রক্তদান করেছেন । তবে এই মুহূর্তে হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত রোগীর সংখ্যা কম ৷ পাশাপাশি অস্ত্রোপচার কম হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।