রায়গঞ্জ, 26 মে : তৃণমূল নেতার চা বাগানে তছনছ করার় অভিযোগ বিজেপি বিরুদ্ধে । বুধবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে । স্থানীয় সূত্রে খবর, ঝাড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানার সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে ৷ এমনকি রাতের অন্ধকারে কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে কেউ বা কারা ৷ ঘটনায় স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হাসান কামাল রানা ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির তরফে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ করা হয়েছে ৷
তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে । তাঁর অভিযোগ, 2021 বিধানসভা ভোটে হারের পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ তৈরি করেছে বিজেপি ৷ সেই সঙ্গে পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের চা বাগান ও দোকানপাটে হামলা চালাচ্ছে তারা ।