পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত BJP কার্যকর্তা, অভিযুক্ত তৃণমূল

বেরিয়েছিলেন দলেরই কাজে ৷ পথেই আক্রান্ত গঙ্গারামপুরের BJP কার্যকর্তা অজিত সাহা ৷

আক্রান্ত BJP কার্যকর্তা

By

Published : Jul 21, 2019, 6:21 PM IST

গঙ্গারামপুর, 21 জুলাই : সদস্যতা কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক BJP কার্যকর্তা ৷ নাম অজিত সাহা ৷ বয়স 52 ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ গঙ্গারামপুরের ড্রাইভার কলোনি এলাকার ঘটনা ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

6 জুলাই থেকে BJP-র তরফে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে ৷ 11 অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি ৷ সেই কারণেই আজ গঙ্গারামপুরের 10 নম্বর ওয়ার্ডে ড্রাইভার কলোনিতে যান BJP-র 7 নম্বর ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকার বুথ সভাপতি অজিত সাহা ৷ অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করা হয় তাঁকে ৷ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় BJP যুব মোর্চার অন্য কর্মকর্তারা ৷ পরে অজিত সাহাকে জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ৷

অজিত সাহা বলেন, "হঠাৎ করে কয়েকজন লাঠি নিয়ে আসে ৷ তারপর প্রাণে মারার হুমকি দিয়ে মারধর করতে শুরু করে ৷ মোবাইল, টাকাপয়সা সব নিয়ে নিয়েছে ৷"

গঙ্গারামপুর ব্লকের BJP-র মণ্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন, "হামলাকারীরা তৃণমূল আশ্রিত ৷ গঙ্গারামপুর থানায় আমরা এই ঘটনায় অভিযোগ দায়ের করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা সত্যেন্দ্রনাথ রায় ৷ বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় ৷ নিজেদের গন্ডগোল চাপা দিতে আমাদের নামে অপবাদ দেওয়া হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details