পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরানো মামলায় জামিন নিলেন সায়ন্তন বসু

2018 সালের এক মামলায় জামিন নিতে বুনিয়াদপুর মহকুমা আদালতে হাজিরা সায়ন্তন বসুর ৷ সেই জনসভায় পুলিশ প্রশাসন ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সম্পর্ক কূটক্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

bjp leader Sayantan Basu in Buniadpur court to get bail in the old case
পুরনো মামলায় জামিন নিতে বুনিয়াদপুর আদালতে সায়ন্তন বসু

By

Published : Mar 2, 2021, 3:13 PM IST

বুনিয়দপুর, 2 মার্চ : 2018 সালে বুনিয়াদপুরে এক জনসভায় পুলিশ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কূটক্তি মামলায় জামিন নিতে আদালতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সোমবার বুনিয়াদপুর মহকুমা আদালতে গিয়ে জামিন নিতে হয় তাঁকে ৷ তৃণমূলের তরফে সায়ন্তন বসুর বিরুদ্ধে বংশীহারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে আইপিসি 500 এবং 509 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে 2018 সালে পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতাদের নাম করে কূটক্তির অভিযোগ উঠেছিল সায়ন্তন বসুর বিরুদ্ধে ৷ সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে বংশীহারি থানায় অভিযোগ দায়ের করেছিল জেলা তৃণমূল ৷ সেই মামলাতেই সায়ন্তন বসুকে গঙ্গারামপুর মহকুমা আদালতের তরফে সমন পাঠানো হয় ৷ সেই সমনের ভিত্তিতে সোমবার আইনজীবীকে নিয়ে আদালতে হাজির হন সায়ন্তন বসু ৷ আদালতে হাজির হয়ে সেই মামলায় এবার জামিন নিলেন বিজেপির এই নেতা ৷ সায়ন্তন বসুর বিরুদ্ধে আইপিসি 500 এবং 509 ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ ৷

আরও পড়ুন : সায়ন্তন বসু-কে শোকজ় বিজেপি-র

এনিয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘2018 সালের এক পুরনো মামলায় আজ আদালতে উপস্থিত হয়েছি ৷ পশ্চিমবঙ্গের এমন কোনও থানা নেই, যেখানে আমার নামে মামলা করা হয়নি ৷ কিন্তু মামলা করে বিজেপিকে আটকানো যাবে না ৷’’

ABOUT THE AUTHOR

...view details