পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলায় কাজ নেই পরিযায়ী শ্রমিকদের, বিক্ষোভ BJP-র

দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরেও কাজ পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা । আজ ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখান BJP কর্মী ও সমর্থকরা ।

BJP
BJP

By

Published : Jun 17, 2020, 7:17 AM IST

বালুরঘাট, 16জুন : রাজ্য সরকারের প্রতিশ্রুতির পরেও কাজ পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা । কাজের দাবিতে আজ বিকেলে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় জেলা BJP । পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিও জানান তাঁরা ।

একাধিক দাবি জানিয়ে আজ ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু পঞ্চায়েত প্রধান না আসায় ডেপুটেশন দিতে পারেননি BJP কর্মী –সমর্থকরা । নিজেদের দাবি মৌখিকভাবে সরকারি আধিকারিকদের জানান বিক্ষোভকারীরা ।

আজ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ সরকার । আগামী দিনে ব্লক উন্নয়ন আধিকারিক সহ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে BJP ।


দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত BJP-র দখলে ছিল । চলতি বছরের প্রথম দিকে BJP-র পঞ্চায়েত প্রধান মল্লিকা কর্মকার (সূত্রধর) যোগ দেন তৃণমূলে । BJP সংখ্যাগরিষ্ঠ থাকলেও বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের ।

পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই 100দিনের কাজের গতি নেই বলে অভিযোগ উঠেছে । রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের 100দিনের কাজে নিয়োগ ঘোষণা করছে । কিন্তু ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের কাজ পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা । বারবার এই বিষয়ে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আমলাদের জানালেও কোনও লাভ হয়নি । এইসব অভিযোগের ভিত্তিতেই আজ বিকেলে BJP-র কর্মী-সমর্থকরা পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান ।

বিক্ষোভকারীদের দাবি 100দিনের কাজ দিতে হবে পরিযায়ী এবং সাধারণ শ্রমিকদের। তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন করা হবে বলেও BJP-র তরফে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের BJP-র উপপ্রধান সুভাষ সরকার জানান, 100 দিনের কাজ পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা । মানুষ কাজ চেয়েও কাজ পাচ্ছেন না । পঞ্চায়েতের প্রধান শুধু নানারকম বাহানা করছেন । তাই বৃষ্টিকে উপেক্ষা করে আজ শতাধিক মানুষ গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবেত হয়েছে । মূলত যে সংসদে BJP-র জনপ্রতিনিধি রয়েছেন, সেখানেই এই সমস্যা হচ্ছে । যেমন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রিস্তারা, শিরহি, চৌরাপাড়া, দেওরাবাড়ি সহ বিভিন্ন সংসদে মানুষ কাজ চাইলেও তাঁদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না ।

জেলায় ফেরা পরিযায়ী শ্রমিক ফুলগা পাহান জানান, তিনি গত মাসে চেন্নাই থেকে বাড়ি ফিরেছেন । বর্তমানে কাজ নেই তাঁর । কাজের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতে এলেও কোনও কাজ পাননি । অন্যান্য পরিযায়ী শ্রমিকরাও কাজ পাচ্ছেন না । এইরকম অবস্থায় সংসার চালাতে তাঁদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

যদিও এই বিষয়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার (সূত্রধর) জানান, তাঁকে ডেপুটেশনের বিষয়টা কেউ জানাননি । বিষয়টির সম্বন্ধে অবগত থাকলে অবশ্যই তিনি পঞ্চায়েতে থাকতেন । তবে BJP-র পক্ষ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকরা যাতে কাজ পায় সেইদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে ।

অন্যদিকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী বলেন, “প্রধানের নির্দেশ রয়েছে যে তাঁর অনুমতি ছাড়া কোনও আবেদন গ্রহণ করা হবে না । সেই মতোই আমি কাজ করছি ।”

ABOUT THE AUTHOR

...view details