পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে ৬ পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে বদলির দাবি BJP-র - dipap priya pi,

পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বদলির দাবি জানাল BJP। সেইসঙ্গে স্পর্শকাতর বুথের তালিকাও দেওয়া হয়েছে বাম ও BJP নেতৃত্বের তরফে।

BJP দলীয় কার্যালয়

By

Published : Apr 7, 2019, 4:22 AM IST

বালুরঘাট, 7 এপ্রিল : নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার ছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে বদলির দাবি জানিয়ে সরব হল BJP। ছয় আধিকারিকের নাম উল্লেখ করে বালুরঘাট কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তারা। এই ছয় আধিকারিক যাতে ভোটের কাজে যুক্ত না থাকতে পারেন তারও আবেদন করা হয়েছে। অন্যদিকে জেলার অতি স্পর্শকাতর বুথের তালিকা উল্লেখ করেও নির্বাচনী পর্যবেক্ষককে জানিয়েছে বামফ্রন্ট ও BJP নেতৃত্ব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করেছে। এবং এখনও তারা তৃণমূলের হয়েই কাজ করছে। এই অভিযোগ তুলে 4 তারিখ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), সদর মহকুমাশাসক, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক, কুমারগঞ্জ থানার OC, মালদা ও দুই দিনাজপুরের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের প্রধানের বিরুদ্ধে নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে BJP। এই ছয়জন আধিকারিককে বদলির দাবিও জানায়।

অভিযোগপত্র

পাশাপাশি বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভার অতি স্পর্শকাতর বুথের তালিকা জেলা নির্বাচন কমিশনে জমা দিয়েছে BJP। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলা হয় জেলা বামফ্রন্ট ও BJP-র তরফে। তাদের দাবি, সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করতে হবে। তবে অতি স্পর্শকাতর হিসেবে বামেরা জেলার 1305টি বুথের মধ্যে 604টিকে চিহ্নিত করে তালিকা তৈরি করেছে। এরমধ্যে বালুরঘাট বিধানসভার 195টি বুথের মধ্যে 112টি, গঙ্গারামপুরের 236টির মধ্যে 163টি, তপনের 222টির মধ্যে 83, কুমারগঞ্জে 207টির মধ্যে 81, হরিরামপুরে 222-এর মধ্যে 95 এবং কুশমণ্ডির 223-এর মধ্যে 110টি অতি স্পর্শকাতর চিহ্নিত করে তার তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা আগেই জেলা নির্বাচন বিভাগে জমা করেছে বাম নেতৃত্ব।

এবার BJP-র পক্ষ থেকেও অতি স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করা হয়েছে। তাদের হিসেব অনুযায়ী অতি স্পর্শকাতর বুথের সংখ্যা 908টি। সেখানে বালুরঘাটে অতি স্পর্শকাতর রয়েছে 60, গঙ্গারামপুরে 236, তপনে 222, কুমারগঞ্জে 115, হরিরামপুরে 206 ও কুশমণ্ডিতে 69টি।

এবিষয়ে BJP জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, অতি স্পর্শকাতর বুথের পাশাপাশি জেলার ছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে ভোটের কাজ থেকে বিরত রাখার আবেদন রাখা হয়েছে অবজ়ারভারের কাছে। এখন দেখার কমিশন কী ব্যবস্থা নেয়।

ABOUT THE AUTHOR

...view details