কুশমণ্ডি, 23 জুন : সাইকেল আছে, কিন্তু পড়ুয়া নেই । স্কুলের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজসাথি প্রকল্পের সাইকেল । হুঁশ নেই ব্লক প্রশাসনের ।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । ব্লক প্রশাসনের তরফে মানিকোর উচ্চ বিদ্যালয়কে সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছিল । দেখা যায়, প্রায় 50 টি সাইকেল স্কুলের ঘরে এখনও পড়ে রয়েছে । এজন্য স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকেই দায়ি করেছে ।