বালুরঘাট, 18 এপ্রিল : ভোটের আগে বাড়ি বাড়ি লিফলেট বিলির করে টাকা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় এক মহিলা বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা লিফলেট বিলি করছিল । সেই লিফলেটে লেখা ছিল, তপশিলি জাতি উপজাতির কার্ডহোল্ডারদের এক হাজার টাকা করে দেওয়া হবে ৷ সঙ্গে ছিল আরও এক যুবক ৷ সম্পর্কে ওই মহিলার স্বামী বলে পরিচয় দেয় অভিযুক্ত মহিলা ৷ ঘটনায় প্রচারে বাধা দেয় এলাকাবাসী । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ।
জানা গিয়েছে, অভিযুক্ত বিথীকা মণ্ডল স্বনির্ভর দলের সদস্যা ৷ গতকাল বাড়ি বাড়ি সার্ভে করেন ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি লিফলেট বিলি করেন ৷ স্থানীয়দের অভিযোগ, তিনি ভোটের প্রচার করার জন্য টাকা বিলি করছেন ৷ প্রত্যেক তপশিলি জাতি উপজাতির কার্ডহোল্ডারদের লিফলেট সহ এক হাজার টাকা বিলি করছে ৷ টাকা দিয়ে ভোট কেনা কিংবা ভোটারদের প্ররোচিত করার জন্য তাকে স্থানীয়রা আটকে রাখে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ ওই মহিলাকে আটক করে ৷ পুলিশকে অভিযুক্ত ওই মহিলা জানায়, তিনি পঞ্চায়েতের কাজ করছিলেন ৷ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে ৷ তাঁর কাছে কোনও টাকা নেই বলেও জানায় ৷