বংশীহারী, 15 মে : নাকা চেকিংয়ের সময় BDO-কে মাস্ক পরার পরামর্শ পুলিশের । যার জেরে পুলিশের সঙ্গে এবার বচসায় জড়ালেন BDO । কর্তব্য়রত পুলিশকর্মীদের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানান পুলিশ । যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন BDO । তাঁর পালটা অভিযোগ, পুলিশই তাঁকে ও তাঁর গাড়ির চালককে হেনস্থা করেছেন । যা নিয়ে তিনি অভিযোগ দায়ের করবেন । ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ।
গতরাতে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশের নাকা চেকিং । সেসময় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রীমান বন্দোপাধ্যায় পরিবারসহ বুনিয়াদপুরের দিক থেকে হরিরামপুর ফিরছিলেন । অভিযোগ, তাঁর মুখে ছিল না মাস্ক । BDO-কে চিনতে না পেরে বংশীহারী থানার IC বিপ্লব দাসসহ প্রচুর পুলিশ তাঁর গাড়ি আটকে দেয় । কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরার পরামর্শ দেন । সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে বেরিয়ে পুলিশকে মারধর করেন বলে অভিযোগ । এরপর বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে বচসা হয় তাঁর ।