পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"চালের পরিবর্তে আমার কিডনি নিয়ে যাও " মন্তব্য BDO-র

ত্রাণ নিতে আসা মহিলাদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করলেন হরিরামপুরের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায় ।

BDO
BDO

By

Published : Apr 27, 2020, 9:52 PM IST

Updated : Apr 28, 2020, 10:32 AM IST

হরিরামপুর, 27 এপ্রিল: রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন মিলছে না । এই অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশো মহিলা । একসময় বিক্ষোভ সামাল দিতে নেমে আসেন হরিরামপুর ব্লকের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায় । মহিলাদের সঙ্গে কথা বলার সময় উত্তেজিত BDO বেফাঁস মন্তব্য করে বসেন । বিক্ষোভরত মহিলাদের উদ্দেশে তিনি বলেন, "চালের পরিবর্তে আমার কিডনি নিয়ে যাও ।"

আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের কয়েকশো মহিলা রেশন না পেয়ে ত্রাণের জন্য BDO অফিসে সকাল থেকে লাইন দেন ৷ ত্রাণের আশায় থাকলেও দিনের শেষে খালি হাতেই ফিরে যেতে হয় মহিলাদের । অভিযোগ, BDO দপ্তরে থাকা লোকজন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমনকী হুমকি পর্যন্ত দিয়েছে । শেষে BDO এসেও কোনও সমাধান দিতে পারেননি, উলটে বেফাঁস মন্তব্য করে বেরিয়ে যান ।

আমার কিডনি নেবে ? বিক্ষুব্ধদের বললেন বিধায়ক...

ত্রাণ নিতে আসা মহিলাদের মধ্যে কারও স্বামী ভিন রাজ্যে আটকে পড়েছে ৷ কারও বাড়িতে খাবার নেই, আবার কেউ রেশন পাননি ৷ এমন মহিলারা ব্লকের BDO-র কাছে সরকারি ত্রাণ নেওয়ার জন্য আসেন । অভিযোগ, গত কয়েকদিন থেকে ব্লক চত্বরে ত্রাণ চাইতে এলেও মিলছে না সাহায্য । আজ BDO দপ্তরে থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সমস্যার কথা তিনি শোনেননি । বরং মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার ও হুমকি পর্যন্ত দেন । এরপরই ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন ।

এ বিষয়ে হরিরামপুর ব্লকের BJP ব্লক সদস্য শ্যামল দাস বলেন, "পেটের জ্বালায় মহিলারা BDO-র কাছে গিয়েছিল কিছু সাহায্যের জন্য ৷ কিন্তু BDO তাদের কথা না শুনে খারাপ ব্যবহার করেন ৷ এটা খুব অন্যায় ।" এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ জানান, "ঘটনাটি আমার কানে এসেছে । এ নিয়ে কেউ যদি অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

Last Updated : Apr 28, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details