পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5000 টাকার গাঁজা বাজেয়াপ্ত করল বংশীহারী পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে আসা একটি বাস আটকায় বংশীহারী পুলিশ । বাসের ভিতর থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় । দুটি ব্যাগে মোট চার প্যাকেট গাঁজা পাওয়া গিয়েছে ।

banshihari
banshihari

By

Published : Jun 11, 2020, 6:16 PM IST

বংশীহারী, 11জুন : শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে চার প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করল বংশীহারী পুলিশ । যার মূল্য প্রায় 5000 টাকা । বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, সম্ভবত পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশের একাংশের অনুমান, লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ বেআইনি কাজ শুরু করেছে ৷ এবং যত দিন যাবে তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।

সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে পাচারের আগে বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগার, নিষিদ্ধ কাফ সিরাপসহ বিভিন্ন জিনিস ৷ একাধিক পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে আসা ওই বাস বুনিয়াদপুর স্ট্যান্ডে আটকায় পুলিশ । বাসের ভিতর থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় । দুটি ব্যাগে মোট চার প্যাকেট গাঁজা পাওয়া গিয়েছে ।

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ শিলিগুড়ি থেকে বালুরঘাট গামী বাসটিকে আটকায় । চার প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত হয়েছে । যার মূল্য প্রায় 5000 টাকা । কারা এই কাজের সঙ্গে যুক্ত, কোথায় পাচার হচ্ছিল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details