হিলি, 9 জানুয়ারী : হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক কলকাতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু ও মহিলা সুরক্ষার উপর একটি সচেতনতা শিবির। শনিবার হিলি কৃষক বাজারে এই সচেতনতা শিবির করা হয়। এই শিবিরে অংশগ্রহণ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কুশল দাস, মেম্বার জাজ অফ দি ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশন দক্ষিণ দিনাজপুর রুমকি সমাজদার, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী শিবতোষ চ্যাটার্জী, ভক্ত সরকার, সিদ্ধার্থ দে, প্রিয়াঙ্কা ঘোষ প্রমুখ। এছাড়াও সমাজকর্মী তথা দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সদস্য সূরজ দাশ এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন।
মূলত শিশু পাচার প্রতিরোধ এবং মহিলাদের সুরক্ষার উপর বিস্তারিত আলোকপাত করেন সচেতনতা শিবিরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে আইনের বিভিন্ন দিকগুলো আলোচনায় তুলে ধরা হয়। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য 'দলিতের অধিকার' এই আইনের উপর আলোচনা হয়। এছাড়া অ্যাসিড আক্রমণে শারারিকভাবে ক্ষতি হওয়া মানুষদের আইনি অধিকারের উপর আলোকপাত করেন উপস্থিত আইনজীবীগণ। কর্ম ক্ষেত্রে মহিলাদের যৌন নির্যাতনের উপরও এদিনের শিবিরের আলোচনা হয়।