পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপ্লবের দল ছাড়ার ইঙ্গিত পেয়ে রুদ্ধদ্বার বৈঠক অর্পিতার

BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র ? আজ এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন , "তৃণমূলে গদ্দারের জায়গা নেই ।"

অর্পিতা ও বিপ্লব

By

Published : Jun 23, 2019, 11:24 PM IST

Updated : Jun 23, 2019, 11:29 PM IST

গঙ্গারামপুর , 23 জুন : বিপ্লব মিত্র নাকি আগামীকালই যোগ দিচ্ছেন BJP-তে । এই নিয়ে গঙ্গারামপুরের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । এই প্রসঙ্গে তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ আজ বলেন, "যারা অন্যদলে যেতে চাইছেন তারা যেতে পারেন । কিন্তু দলে থেকে দলের সঙ্গে গদ্দারি আমরা কাউকে করতে দেব না ।" গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমল সরকার সহ 9 জন কাউন্সিলরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন অর্পিতা ।

এই সংক্রান্ত আরও খবর : দক্ষিণ দিনাজপুরে চাপে তৃণমূল, BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র !

বৈঠকে তিনি তৃণমূলের কাউন্সিলদের দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আবেদন করেন । বৈঠকের পর অর্পিতা সাংবাদিকদের বলেন, "যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন । যাঁরা BJP-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন তারা যেতে পারেন । তাঁদের আটকানোর কিছু নেই । যে কোনও মানুষ যে কোনও সময় যে কোনও দলে যেতে পারেন । শুধু যারা পদাধিকারিক তাদের বলব আপনারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন । আপনাদের অন্য দলে জেতে হলে পদত্যাগ করে অন্যদলে যান । সেখান থেকে জিতে নিজের পদ নিন । তৃণমূলের টিকিটে জিতে অন্য দলে চলে গেলে সেটা হবে না । দক্ষিণ দিনাজপুরে এটা আমরা করতে দেব না । যেসব নেতা টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আমরা আজ গঙ্গারামপুরের তৃণমূলকর্মীদের সঙ্গে বৈঠক করেছি । দলে কোনও গদ্দারকে রাখা হবে না ।"

অর্পিতা ও বিপ্লব

BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন , "প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মত প্রকাশের । বিপ্লববাবুরও অধিকার আছে স্বাধীন মত প্রকাশের । 1998 সালে যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলেন তখন তিনি গদ্দার হলেন না । যখন তিনি BJP-তে যোগ দান করছেন তখন তিনি গদ্দার ? এই যে সুবিধাবাদী রাজনীতি, এরজন্যই ওই দল থেকে সবাই বেরিয়ে যাচ্ছে । অর্পিতা ঘোষ এরপর বসে বসে কাঁদবেন তার সঙ্গে লোক থাকবেন না ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য
Last Updated : Jun 23, 2019, 11:29 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details