বালুরঘাট, 30 জুলাই : আগেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার চালু ছিল । কিন্তু, সেখানে ফোন করলে কেউ ধরতেন না ৷ গতকাল পুরুলিয়া থেকে এই মন্তব্য করেছিলেন BJP নেতা মুকুল রায় ৷ প্রাক্তন এই তৃণমূল নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
তিনি বলেন, "দিদিকে বলো উদ্যোগ সফল করতে যে ফোন নাম্বারে দেওয়া হয়েছে সেখানে ফোন করলে মানুষই বুঝতে পারবে কেউ ফোন ধরছে কি না ৷ মুকুল রায় তো BJP নেতা । তাঁর অভিযোগের প্রেক্ষিতে আমি বক্তব্য দিতে যাব কেনও?" এমন কী মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য দেওয়ার মানসিকতায় বা ইচ্ছা কোনটাই নেই বলেই জানান অর্পিতা ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো গতকাল কলকাতায় দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচির জন্য তিনি www.didikbolo.com নামে একটি ওয়েব সাইট ও 9137091370 ফোন নাম্বার চালু করেন ৷ ওই ফোন নাম্বার ও ওয়েব সাইটে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ জানাতে পারবেন । সেই অভিযোগ নিজে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
দিদিকে বলো কর্মসূচির পোশাক আজ বালুরঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অর্পিতা । এরপর তিনি পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । যদিও আজকের বৈঠকে হাজির ছিলেন না বালুরঘাট পৌরসভা প্রশাসক কমিটির সদস্য শংকর চক্রবর্তী । তিনি জানান, দিন কয়েক পর ফের পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ৷
এরপর 'দিদিকে বলো' কর্মসূচী নিয়ে বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ তাঁর কথায় , "সাধারণ মানুষের কাছে পৌঁছোতে তৃণমূল নেত্রী ১০০ দিনের একটি প্রকল্প নিয়েছেন । এই ১০০ দিনে বিধায়ক থেকে দলীয় নেতৃত্বরা আরও বেশি করে যাবে সাধারণ মানুষের কাছে ।" আজ এই সাংবাদিক সম্মেলন থেকে সাধারণ মানুষদের হাতে তুলে দিদিকে বলো কর্মসূচির ফোন নাম্বার তুলে দেন ৷ এছাড়াও বেশ কয়েকজন সক্রিয় যুব তৃণমূল কর্মীদের দিদিকে বলো কর্মসূচির পোশাক ও তৃণমূল নেত্রীর লোগো তুলে দেন ।