পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ - বিক্ষোভ

লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন বালুরঘাটের মানুষজন ৷ আজ বালুরঘাটর হাসপাতাল এবং বালুরঘাট স্টেডিয়ামে ভ্য়াকসিনের অভাব হওয়ায় 100 থেকে 150 জনকে ভ্য়াকসিন দেওয়া হচ্ছিল ৷ আর সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভ্যাকসিন নিতে আসা প্রচুর মানুষ ৷

বালুরঘাটে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ সাধারণ মানুষের

By

Published : Jun 1, 2021, 8:56 PM IST

বালুরঘাট, 1 জুন : বালুরঘাটের ভ্য়াকসিনেশন সেন্টারগুলির অব্যবস্থার চিত্র অব্যাহত । নিত্যদিন লেগে রয়েছে ভ্য়াকসিনেশনের লাইনে গোলমাল ৷ সেই সঙ্গে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব না মেনে উপচে পড়ছে ভিড় । এই অবস্থায় ভ্যাকসিনের মজুত কম থাকায় মঙ্গলবার ভ্য়াকসিনেশন সেন্টারগুলিতে বিক্ষোভে দেখালেন সাধারণ মানুষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিন শুরু হয়েছে ৷ বর্তমানে 18 বছরের উপরে সবাইকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে রাজ্য সরকার । ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষজন ভিড় করছেন হাসপাতাল সহ টিকাকরণ সেন্টারগুলিতে । বালুরঘাট হাসপাতালেও অস্থায়ী ভ্য়াকসিনেশন সেন্টারে রোজ 500 থেকে 600 জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । কিন্তু এদিন ভ্যাকসিন কম থাকায় ফের সমস্যায় পড়তে হল সাধারণ মানুষকে । লাইন দিয়ে ভ্যাকসিন না পাওয়ায়, বিক্ষোভ দেখান তাঁরা ৷

বালুরঘাটে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ সাধারণ মানুষের

আরও পড়ুন : যশের মধ্যে করোনার টিকা, চন্দ্রকোনার টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ

এদিন বালুরঘাট জেলা হাসপাতাল ও বালুরঘাট স্টেডিয়ামে 100 থেকে 150 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছিল । বালুরঘাট স্টেডিয়ামে 150 জনকে ও বালুরঘাট জেলা হাসপাতালে 100 জনকে ভ্যাকসিন দেওয়া হয় । মূলত, ভ্যাকসিন কম থাকায় এই নিয়ম করেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর । আগে থেকে কোনও বিজ্ঞপ্তি না থাকায় ভ্য়াকসিনেশন সেন্টারগুলিতে লাইন দিয়েও ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রাপকরা ৷ বিক্ষোভ দেখাতে শুরু করেন ভ্যাকসিন নিতে আসা লোকজন ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুরঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ABOUT THE AUTHOR

...view details