বালুরঘাট, ২৬ এপ্রিল : 31 মে-এর পর থেকে বালুঘাট শহর ও সংলগ্ন এলাকায় কী ধরনের টোটো চলবে, তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এখন শহরে যে সমস্ত টোটো চলছে, সেগুলির অধিকাংশ সরকারি মানদণ্ড মেনে তৈরি হয়নি । ফলে দুর্ঘটনা ও যাত্রীদের প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই সরকারি নিয়ম মেনে উপযুক্ত পরিকাঠামো বিশিষ্ট টোটো তৈরি করার নির্দেশ দিয়েছে প্রশাসন । কিন্তু টোটো চালকরা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অনুয়ায়ী উপযুক্ত পরিকাঠামোর টোটো তৈরি করতে গেলে তার দাম পড়বে প্রায় ২ লাখ টাকা । এত কম সময় কীভাবে এত বেশি টাকা দিয়ে টোটো কেনা সম্ভব, তা ভেবে পাচ্ছেন না চালকরা ।
জুন থেকে বালুরঘাটে সরকারি মানদণ্ড মেনে তৈরি টোটোই শুধু চলবে - toto
আগামী ৩১ মে-র পর থেকে বালুরঘাট পৌরসভা এলাকায় টোটো চলাচল নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এর জেরে সমস্যায় পড়েছে টোটো চালকরা ।
বালুরঘাট পৌরসভা অনুমোদিত শহর ও সংলগ্ন শহরাঞ্চলে মোট ১১৩০টি টোটো চলাচল করে । এর মধ্যে কিছু টোটোকে প্রশাসনের তরফ থেকে TIN দেওয়া হয়েছে। বাকিতে টোটোগুলিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । মাস দেড়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । সেখানে বলা হয় বালুরঘাট পৌরসভা অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নাম্বার রয়েছে তাদের সরকারি নির্দেশিকা মাফিক টোটো কিনতে হবে । সেই টোটোতে RTO অফিস থেকে আবেদনের ভিত্তিতে প্রাপ্ত নম্বর লাগাতে হবে । আগামী ৩১ মে পর্যন্তই পুরোনো টোটো চালানোর বৈধতা থাকবে বলে জানানো হয়েছে। তারপর শহরে সরকারি নির্দেশিকা মেনে তৈরি টোটোগুলিকেই শুধু চলতে দেওয়া হবে।
স্থানীয় এক টোটো মালিক বিদ্যুৎ মহন্ত বলেন, "সরকারি নির্দেশিকা মেনে যেসব টোটো তৈরি হচ্ছে পুরোনো টোটোর থেকে তার দাম প্রায় দ্বিগুন । ফলে নতুন টোটো কিনতে সমস্যায় পড়তে হচ্ছে । যাদের টাকা আছে তারা নতুন টোটো কিনছে এবং RTO অফিস তাদের নম্বরও দিয়ে দিচ্ছে । বাকিদের ক্ষেত্রে নতুন টোটো কেনার জন্য সরকারি সহযোগিতা পেলে সুবিধা হত । বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আমরা RTO-কেও অনুরোধ জানিয়েছি । " এব্যাপারে RTO আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমকে টোটোর ব্যাপারে কোনও কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।