বালুরঘাট, 31 জানুয়ারি: জেলার দূরবর্তী স্থান থেকে পরীক্ষা দিতে এসে টেট পরীক্ষায় বসতে পারলেন না 7 জন পরীক্ষার্থী । রবিবার রাস্তায় গাড়ি ছিল কম । পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন কম গাড়ি থাকায় আসতে দেরি হয়েছে । এই কারণেই দীর্ঘদিন টেট পরীক্ষা বন্ধ থাকার পর আজ সেই পরীক্ষা হলেও পরীক্ষা দিতে পারলেন না তাঁরা । আরও অভিযোগ, পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি পুলিশ ।
দীর্ঘ অপেক্ষার পর রাজ্যজুড়ে রবিবার হল টেট পরীক্ষা । দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় আট হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছেন জেলার চব্বিশটি সেন্টারে । এদিন বালুরঘাটের ললিতমোহন আদর্শ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছিল জেলার একেবারে প্রান্তের হরিরামপুরের বেশ কিছু পরীক্ষার্থীর । এদিকে পরীক্ষা শুরুর সময় দুপুর একটা থেকে হলেও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টা আগে ঢোকার নিয়ম রয়েছে । কিন্তু রাস্তায় গাড়িঘোড়া কম থাকায় বালুরঘাট থেকে 70 কিমি দূরের হরিরামপুরের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় ৷ এরপরেও পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পুলিশ তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি বলে অভিযোগ ৷ এর ফলেই পরীক্ষা দেওয়া হল না তাঁদের ।