পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলের যুব কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - yuba tmc woker beaten at basanti

তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালি বাজার এলাকার ঘটনা ৷

আক্রান্ত যুব তৃণমূল কর্মী

By

Published : Aug 22, 2019, 3:18 PM IST

বাসন্তী, 22 অগাস্ট: তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত কর্মীর নাম নবীর আলি সর্দার ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালি বাজার এলাকার ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে চুনাখালি বাজার এলাকা থেকে কাজ সেরে বাড়িতে ফেরার জন্য স্থানীয় ভ্যানস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন নবীর ৷ তখন কয়েকজন তৃণমূল কর্মী এসে তাঁর উপর হামলা করে ৷ হাতুড়ি দিয়ে মারধর করা হয় নবীরকে ৷ স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ নবীরের দাবি, এলাকায় যুব তৃণমূল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্করের লোকজন তাঁকে মারধর করেছে ৷ যদিও গোসাবার ওই বিধায়কের দাবি, নবীর দলের কেউ নয় ৷ সে জুয়াড়ি ৷ বিধায়ক জানান, সম্ভবত তোলাবাজি করতে গিয়ে কয়েকজনের সঙ্গে নবীরের বচসা হয় ৷ তখনই উত্তেজিত জনতা তাকে মেরেছে । এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷

নবীরের পরিবার বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটানাস্থানে পুলিশ মোতায়েন রয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ।

ABOUT THE AUTHOR

...view details