নরেন্দ্রপুর, 26 মার্চ: গৃহবধূর ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টকে হাতিয়ার করে কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজ ছাড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় তাঁকে কলগার্ল বলে প্রচার করা হচ্ছে বলে জানালেন নির্যাতিতা গৃহবধূ ৷ এমনকী ছড়িয়ে দেওয়া হচ্ছে মহিলার স্বামীর নম্বরও ৷ একাধিক নম্বর থেকে সেখানে ফোন করে লাগাতার কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ (youth allegedly uses housewife's picture to create fake facebook Account) ৷
তাই কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ভুক্তভোগী গৃহবধূ ৷ এক যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে ৷ মহিলার অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত যুবক ৷ সেই অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করে অনেকের সঙ্গে আপত্তিজনক চ্যাট করেছে ৷ কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় তার ছবি পাঠিয়ে তাঁরই স্বামীর ফোন নম্বর দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় ৷ তারপর থেকেই তাঁদের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে ৷ ফোনে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে ৷ কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গৃহবধূ ৷