বারুইপুর, ২২ ফেব্রুয়ারি : বন্ধু ও বান্ধবীদের হেনস্থার প্রতিবাদ করায় এক যুবককে মারধর ও বিষ খাইয়ে খুনের অভিযোগ স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। বারুইপুর থানার কল্যাণপুর ত্রিপুরানগর এলাকার ঘটনা। মৃতের নাম অরুণ বিশ্বাস(২৮)। এম আর বাঙুর হাসপাতালে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। ঘটনায় পাপ্পু বিশ্বাস, দীপু বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবার।
মৃতের পরিবারের বক্তব্য, ১৪ তারিখ বারুইপুর থানার কল্যাণপুরের ত্রিপুরানগর এলাকায় অরুণের বাড়িতে তাঁর দুই বন্ধু ও দুই বান্ধবী আসেন। পেশায় ডাব বিক্রেতা অরুণ সে সময়ে বাড়িতে ছিলেন না। অভিযোগ, বন্ধুরা অরুণের বাড়িতে ঢোকার আগেই স্থানীয় খেয়ালি সংঘ নামে একটি ক্লাবের একদল যুবক এসে তাঁদের পথ আটকায়। তার পরে ওই চার জনকে ক্লাবঘরে ডেকে নিয়ে যায় তারা। অভিযোগ, সেখানে ওই চার জনের কাছ থেকে নগদ টাকা চায় ক্লাবের ছেলেরা। টাকা না পেয়ে মারধর করা হয়। এরপর অরুণের দুই বন্ধুকে ছেড়ে দেওয়া হয়। যদিও বান্ধবীদের আটকে রাখা হয়। ছাড়া পাওয়া বন্ধুদের থেকে খবর পেয়ে অরুণ ক্লাবে যায়। ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। আর মেয়ে দুটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর অরুণ দুই বান্ধবীর খোঁজ নিতে স্টেশনে যায়। সেইসময় স্টেশনে গিয়ে ফের মারধর করা হয়। তারপর বাড়িতে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখন স্থানীয়দের কথায় তারা বলে, হাসপাতালে নিয়ে যাচ্ছে অরুণকে। তারপর তুলে নিয়ে যায়। রাতে ফের ঘরে পৌঁছে দেয়। কয়েকঘণ্টা পর বুক জ্বালা করে অরুণের। তখন তাঁকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এম আর বাঙুর হাসপাতালে আনা হয়। বুধবার সেখানে মৃত্যু হয় তাঁর।