পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Thermocol Car : থার্মোকল দিয়ে গাড়ি তৈরি করে তাক লাগালেন জয়নগরের সুজয় - থার্মোকলের গাড়ি

প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে মোটর বাইককে পরিণত করেছেন একটি টু-সিটার স্নেক কারে ৷ প্রধান উপকরণ থার্মোকল ৷ তাতে চেপেই এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন জয়নগর-মজিলপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মতিলালপাড়ার বাসিন্দা বছর তিরিশের সুজয় মণ্ডল ৷ পেশায় থার্মোকল শিল্পীর এমন কাণ্ডে তাক লেগেছে স্থানীয়দের ৷

Thermocol Car
নিজের তৈরি থার্মোকলের স্নেক কারে চেপে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সুজয়

By

Published : Nov 10, 2021, 5:10 PM IST

Updated : Nov 10, 2021, 6:01 PM IST

জয়নগর, 10 নভেম্বর : ইচ্ছা থাকলে সবকিছুই যে সম্ভব তা প্রমাণ করলেন থার্মোকলের বানানো আস্ত একটি গাড়ি দিয়ে । জয়নগর-মজিলপুরের বাসিন্দা পেশায় থার্মোকল শিল্পী সুজয় মণ্ডল নিজের বাইকটিকে পরিণত করেছেন দু-সিটার একটি গাড়িতে ৷ তাতেই তাক লেগেছে স্থানীয়দের ৷ এমন কীর্তি শিল্পীর আগেও রয়েছে ৷

জয়নগর-মজিলপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মতিলালপাড়ার বাসিন্দা বছর তিরিশের সুজয় মণ্ডল পেশায় থার্মোকল শিল্পী ৷ মাত্র দেড় মাসের চেষ্টায় বানিয়ে ফেললেন একটি স্নেক কার । নিজের 150 ডিসকভার মোটর বাইককেই বানিয়ে ফেললেন আস্ত স্নেক কারটি । দুই আসন বিশিষ্ট এই গাড়ি বানিয়ে তিনি রীতিমতো চমকে দিলেন এলাকার মানুষকে ।

সুজয় বলেন, "নতুন নতুন সৃষ্টির খোঁজে আমি সব সময় চেষ্টা করি । দু'বছর আগে রিমোট সিস্টেমে সাইকেল তৈরি করেছি । ছোট রিমোট জাহাজ তৈরি করেছি । আগামী দিনের জন্য রোবট রিকশা তৈরির কাজ চলছে ।" সুজয় জানান, এবারে মোটর বাইক থেকে এই গাড়ি তৈরি করতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে l গাড়ি চলবে পেট্রলে ৷ গতিবেগ লিটার প্রতি 40 কিলোমিটার l শিল্পী চান এই ধরনের নতুন নতুন কিছু সৃষ্টি করে চলতে ৷

থার্মোকল দিয়ে গাড়ি তৈরি করে তাক লাগালেন জয়নগরের সুজয়

ইতিমধ্যেই জয়নগর-সহ আশপাশের বিভিন্ন এলাকায় এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেছেন সুজয় l তার সৃষ্টি করা ওই গাড়িতে তাঁর সফরসঙ্গী হন জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুজিত সরখেল l তিনি বলেন, "সুজয়ের এই প্রতিভার বিকাশ ঘটুক ৷ সে যাতে বড় কোনও জায়গায় কাজের সুযোগ পায়, সেখানে স্বীকৃতি পায়, সেটাই চাইব l"

আরও পড়ুন : Joynagar : জয়নগরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, 6 বছর পর ফিরলেন মেয়ের কাছে

Last Updated : Nov 10, 2021, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details