পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিশোরের মৃত্যু, অভিযোগ ভুল চিকিৎসার - WRONG TREATMENT

ক্যানিংয়ের কিশোর সূর্য মণ্ডলের প্রাণ গেল ভুল চিকিৎসার কারণে ।

ক্যানিং হাসপাতাল

By

Published : Jun 15, 2019, 3:28 PM IST

ক্যানিং , 15 জুন: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে । মৃত কিশোরের নাম সূর্য মন্ডল (15) । তার বাড়ি জীবনতলা থানার গৌড়দহতে । গত বুধবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে ICU তে স্থানান্তরিত করা হয় । গতকাল বিকালে মারা যায় সূর্য ।

গৌড়দহের সূর্য মণ্ডল কয়েক দিন ধরে ভুগছিল জ্বরে । প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে সাময়িক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সূর্যের পরিবারের দাবি ,ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে সূর্যের । সঠিক চিকিৎসা হলে মারা যেত না ।"

ABOUT THE AUTHOR

...view details