পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার RPF জওয়ান - GRP

RPF জওয়ানের বিরুদ্ধে ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল । সোনারপুর GRP থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা । গ্রেপ্তার অভিযুক্ত RPF জওয়ান ।

ছবিটি প্রতীকী

By

Published : Sep 6, 2019, 3:22 PM IST

সোনারপুর, 6 সেপ্টেম্বর : ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল RPF জওয়ানের বিরুদ্ধে । সোনারপুর GRP থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা । অভিযুক্ত জওয়ান সমরেশ মণ্ডলকে গ্রেপ্তার করে GRP ।

গতরাত 8টা 46 মিনিটে নামখানা থেকে শিয়ালদাগামী ট্রেনের জেনেরাল কামরায় ওঠেন ওই মহিলা । ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢুকলে এক RPF জওয়ান তাঁকে মহিলা কামরায় যেতে বলেন । অভিযোগ, মহিলা কামরায় গেলে ওই জওয়ানও তাঁর সঙ্গে যান । ওই কামরায় তখন আর কোনও যাত্রী ছিলেন না । এরপরই ওই মহিলাকে জড়িয়ে ধরেন জওয়ান সমরেশ মণ্ডল । সেই সঙ্গে কুপ্রস্তাবও দেন । শুধু তাই নয়, ট্রেনের কামরার মধ্যেই নিগৃহীতাকে মদ ও সিগারেট খাওয়ার প্রস্তাব দেওয়া হয় । অভিযুক্ত জওয়ান মদ্যপ অবস্থায়ে ছিলেন বলে অভিযোগ ।

গতরাতেই সোনারপুর GRP থানায় ওই RPF জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা । এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details