ক্যানিং, 16 মার্চ : জলপথে অভিনব কায়দায় প্রচার ৷ জলপথে গোসাবা, রাঙাবেলিয়া, আমতলি সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার সারলেন গোসাবার বিজেপি প্রার্থী চিত্ত (বরুণ) প্রামাণিক ৷ তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করকে হারাতে এই পন্থায় সাধারণ মানুষের দোরে পৌঁছে যাচ্ছেন তিনি ৷
আজ থেকে ভোটের প্রচার শুরু করলেন 127 গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্ত (বরুণ) প্রামাণিক । গোসাবা জেটিঘাট থেকে ভুটভুটির সাহায্যে প্রচার সারেন ৷ লঞ্চে চেপে করে গোসাবা, রাঙাবেলিয়া, আমতলি সহ বিভিন্ন ছোট ছোট দ্বীপে গিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী । এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি ৷